চিত্রকলা ও ভাস্কর্য ২

গভীর মগ্নতায় অভিষিক্ত

আর্টিস্ট গিল্ড-এর সম্মেলকে খোকন রাউতের অভিব্যক্তিবাদী মুখাবয়বের সংহতি প্রশংসনীয়। সুবিমলেন্দু বিকাশ সিংহ রৈখিক অলঙ্করণের বিন্যাসে গড়ে তুলেছেন ছবি। নবকিশোর চন্দ প্রতিমার সংহতিকে বাস্তব-অতিক্রান্ত অন্তর্মুখীনতায় অভিষিক্ত করেছেন।

Advertisement
মৃণাল ঘোষ
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬ ০০:০১

আর্টিস্ট গিল্ড-এর সম্মেলকে খোকন রাউতের অভিব্যক্তিবাদী মুখাবয়বের সংহতি প্রশংসনীয়। সুবিমলেন্দু বিকাশ সিংহ রৈখিক অলঙ্করণের বিন্যাসে গড়ে তুলেছেন ছবি। নবকিশোর চন্দ প্রতিমার সংহতিকে বাস্তব-অতিক্রান্ত অন্তর্মুখীনতায় অভিষিক্ত করেছেন। চন্দ্রশেখর দাসের ব্রোঞ্জে রবীন্দ্রনাথের মুখাবয়ব মগ্নতায় অভিষিক্ত। প্রশান্ত কুমার বসু নিসর্গকে বিমূর্তায়িত করেছেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গণেশ জননীর সঙ্গে মানবজননীকে মিলিয়েছেন ভিন্ন আঙ্গিকে।

Advertisement

প্রদর্শনী

চলছে

সিমা: • পরেশ মাইতি ১৬ জানুয়ারি পর্যন্ত।

গ্যাঞ্জেস গ্যালারি: • শাহাবুদ্দিন আহমেদ ১৬ জানুয়ারি পর্যন্ত।

অ্যাকাডেমি: • রিমেমব্রান্স ১৫ পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: • বার্ষিক প্রদর্শনী ৯ থেকে ৩১ পর্যন্ত।

তাজ বেঙ্গল: • সমীর কর্মকার ১১ থেকে ১৭ পর্যন্ত।

চিত্রকূট গ্যালারি: • দীপঙ্কর, বিপ্লব ১২ থেকে ১৭ পর্যন্ত।

গ্যালারি ৮৮: • সুধীর পটবর্ধন ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন
Advertisement