Vijay Mallya

সুরাহা চাইবেন, দাবি মাল্যের

প্রায় ৯০০০ কোটি ব্যাঙ্ক ঋণ বাকি রেখে ২০১৬ সালে ব্রিটেনে পাড়ি দেন মাল্য। তাঁকে দেশে ফেরানো নিয়ে সে দেশের সঙ্গে আলোচনাও চালাচ্ছে দিল্লি। মাল্যের যদিও দাবি ছিল, তিনি ব্যাঙ্কের ১০০% বকেয়া মেটাতে তৈরি।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১০:১০
বন্ধ হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্সের কর্ণধার এবং ‘পলাতক আর্থিক অপরাধী’ ঘোষিত মাল্য।

বন্ধ হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্সের কর্ণধার এবং ‘পলাতক আর্থিক অপরাধী’ ঘোষিত মাল্য। —ফাইল চিত্র।

বিজয় মাল্যের বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি ১৪,১৩১.৬ কোটি টাকা ব্যাঙ্কগুলিকে ফিরিয়েছে বলে সম্প্রতি সংসদে হিসাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার পরেই এ নিয়ে সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন বন্ধ হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্সের কর্ণধার এবং ‘পলাতক আর্থিক অপরাধী’ ঘোষিত মাল্য। দাবি করেছেন, ইডি এবং ব্যাঙ্কগুলিকে যদি আইনত দ্বিগুণ টাকা উদ্ধারের ব্যাখ্যা না দিতে পারে, তা হলে তিনিও সুরাহা পাওয়ার অধিকারী।

Advertisement

প্রায় ৯০০০ কোটি ব্যাঙ্ক ঋণ বাকি রেখে ২০১৬ সালে ব্রিটেনে পাড়ি দেন মাল্য। তাঁকে দেশে ফেরানো নিয়ে সে দেশের সঙ্গে আলোচনাও চালাচ্ছে দিল্লি। মাল্যের যদিও দাবি ছিল, তিনি ব্যাঙ্কের ১০০% বকেয়া মেটাতে তৈরি। কিন্তু সরকার ও ব্যাঙ্কগুলি তা মানছে না। পরবর্তী সময়ে তাঁকে ‘পলাতক আর্থিক অপরাধী’ ঘোষণা করে ভারত।

নির্মলার বক্তব্যের পরে এক্স-এ মাল্য লিখেছেন, ‘‘ঋণ পুনরুদ্ধার ট্রাইবুনাল ১২০০ কোটি টাকা সুদ-সহ কিংফিশারের ঋণের অঙ্ক বেঁধেছিল ৬২০৩ কোটি টাকায়। ...অর্থমন্ত্রী বলেছেন ইডি-র মাধ্যমে ১৪,১৩১.৬ কোটি টাকা উদ্ধার হয়েছে। অথচ আমিএখনও আর্থিক অপরাধে অভিযুক্ত। যদি ইডি ও ব্যাঙ্ক দ্বিগুণ টাকা উদ্ধারের সদুত্তর দিতে না পারে, তা হলে আমিও সুরাহা পাওয়ার যোগ্য ও সেই জন্যই পদক্ষেপ করব।’’

কারও থেকে তিনি কোনও সাহায্য পাচ্ছেন না বলেও অভিযোগ করে মাল্যের দাবি, ‘‘যাঁরা আমাকে কটূক্তি করেছেন, তাঁরা কি এই অবিচারকে প্রশ্ন করবেন? ...সরকার ও অনেকেই বলেন যে আমার বিরুদ্ধে সিবিআই মামলা চলছে। কিন্তু কোন মামলা করেছে সিবিআই?’’ তিনি নিজে এক টাকাও ধার নেননি বা চুরি করেননি বলে দাবি করে তাঁর বক্তব্য, কিংফিশারের নেওয়া আইডিবিআই ব্যাঙ্কের ৯০০ কোটি টাকার গ্যারান্টার হিসেবে অভিযুক্তহতে হয়েছে তাঁকে। সেই টাকা ফেরত দেওয়া হয়েছে। ন’বছর পরেও কেন তহবিল তছরুপের প্রমাণ কেন মেলেনি, প্রশ্ন তাঁর।

Advertisement
আরও পড়ুন