২০২৫ সালের প্রথম দু’দিন উত্থানের মুখ দেখার পরে এ দিন মাথা নামিয়েছে শেয়ার বাজার। —প্রতীকী চিত্র।
বছরের শুরুতে টানা তিন দিন পড়ল টাকার দর। শুক্রবার ডলার মাত্র ৪ পয়সা উঠেছে ঠিকই। কিন্তু তার হাত ধরে শুক্রবার দিনের শেষে প্রতি ডলার পৌঁছে গিয়েছে ৮৫.৭৯ টাকায়। এর আগে কখনও এতটা উঁচুতে ওঠেনি ডলার। এ দিকে, ২০২৫ সালের প্রথম দু’দিন উত্থানের মুখ দেখার পরে এ দিন মাথা নামিয়েছে শেয়ার বাজার। সেনসেক্স ৭২০.৬০ পয়েন্ট পড়ে থেমেছে ৭৯,২২৩.১১ অঙ্কে। নিফ্টি ১৮৩.৯০ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ২৪,০০৪.৭৫-এ।
বাজার মহলের মতে, ডলারের চড়া দর, বিভিন্ন শেয়ারের দাম উঁচুতে উঠে থাকা, আমেরিকায় চাকরির বাজার তথা অর্থনীতির হাল উন্নত হওয়ার প্রভাব পড়েছে সূচকে। তার উপরে বিশ্ব বাজারে অশোধিত তেল ব্যারেলে ৭৬ ডলারের কাছাকাছি পৌঁছনো ডলারের চাহিদা বাড়িয়েছে। ফলে পড়েছে টাকার দাম ও সূচক।
এই অবস্থায় বাজার বিশেষজ্ঞ কমল পারেখ বলছেন, সূচক চূড়ান্ত অস্থির। পড়তি বাজারে লগ্নিকারীদের একাংশ শেয়ার কেনায় সূচক উঠছে। কিন্তু শেয়ার ধরে রাখতে সাহস পাচ্ছেন না তাঁরা। দাম একটু বাড়লেই বিক্রি করে দিচ্ছেন। তাই সূচক পড়ছে। বাজেট পর্যন্ত বাজার এ রকমই দোলাচলে থাকবে বলে মনে হয়।