বাড়ি বাড়ি পাইপবাহিত রান্নার গ্যাস হিসেবে গ্রিন হাইড্রোজেন পাঠাবার পরিকল্পনা। —প্রতীকী চিত্র।
রাজ্যের কিছু এলাকায় ইতিমধ্যেই কেন্দ্রের উর্জা গঙ্গা প্রকল্পের অধীনে পাইপে রান্নার গ্যাস পৌঁছে দিচ্ছে কয়েকটি সংস্থা। এ বার পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর কথা মাথায় রেখে বাড়ি বাড়ি পাইপবাহিত রান্নার গ্যাস হিসেবে গ্রিন হাইড্রোজেন পাঠাবার পরিকল্পনা করছে রাজ্য সরকার। ২০২৩-এ গ্রিন হাইড্রোজেন সংক্রান্ত যে নীতি প্রণয়ন করা হয়েছে, তা মেনে এই প্রকল্প করার ভাবনাচিন্তা করা হচ্ছে বলেই মঙ্গলবার জানান রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা।
এ দিন বণিকসভা ইন্ডিয়ান চেম্বারের অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, পরিবেশবান্ধব শিল্প তৈরির জন্য পুনর্নবীকরণ উৎপাদন উন্নয়ন নীতিও চালু করেছে রাজ্য। এই দুই ক্ষেত্রে কোনও সংস্থা লগ্নি করতে চাইলে সরকারের পক্ষ থেকে একাধিক সুবিধা দেওয়া হচ্ছে। শশী জানান, এ রকমই প্রকল্প হাতে নিয়েছেন বিষ্ণুপুরের বয়নশিল্পের সঙ্গে যুক্ত কারিগরেরা। বয়ন ক্ষেত্রে যে বর্জ্য উৎপন্ন হয়, তা পুনরায় ব্যবহার করে বিভিন্ন শৌখিন জিনিস বানাচ্ছেন এই শিল্পীরাই।