Share Market

ঐতিহাসিক উচ্চতায় শেয়ার বাজার, সেনসেক্স পেরিয়ে গেল ৫০ হাজারের অঙ্ক

তাল মিলিয়ে ন্যাশনাল ফিফটি (নিফটি)-ও ১৪ হাজার ৭০০ অঙ্কের উপরে চলে গেল।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১০:১৫
শেয়ার বাজারে গতি আসায় খুশির হাওয়া লগ্নিকারীদের মধ্যে।

শেয়ার বাজারে গতি আসায় খুশির হাওয়া লগ্নিকারীদের মধ্যে। —ফাইল চিত্র

ঐতিহাসিক উচ্চতায় শেয়ার বাজার। এই প্রথম বার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক পেরিয়ে গেলে ৫০ হাজারের মনস্তাত্ত্বিক অঙ্ক। বৃহস্পতিবার বাজার খুলেতেই ৫০ হাজারের উপরে চলে গেল সেনসেক্স। তাল মিলিয়ে ন্যাশনাল ফিফটি (নিফটি)-ও ১৪ হাজার ৭০০ অঙ্কের উপরে চলে গেল। করোনা, লকডাউনের ধাক্কা কাটিয়েও শেয়ার বাজার এই নজিরবিহীন উচ্চতায় পৌঁছে যাওয়ায় খুশির হাওয়া লগ্নিকারীদের মধ্যে।

গত কয়েক সপ্তাহ ধরে যে ভাবে শেয়ার বাজারে তেজি ভাব, তাতে সেনসেক্সে ৫০ হাজারের উপরে পৌঁছনো শুধু সময়ের অপেক্ষা ছিল বলেই মনে করছিলেন বাজার বিশেষজ্ঞরা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। বৃহস্পতিবার বাজার খুলেছে ৫০ হাজার ৯৬ অঙ্কে। সকাল ১০টা পর্যন্ত সর্বোচ্চ ৫০,১২৬.৭৩ অঙ্কে পৌঁছেছে সেনসেক্স। নিফটির সর্বোচ্চ উত্থান ১৪,৭৩৮.৩০।

Advertisement

লকডাউন কাটিয়ে স্বাভাবিক হয়েছে শেয়ার বাজার। করোনার সংক্রমণও নিয়ন্ত্রণে। তার উপর শনিবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে করোনাভাইরাসের টিকাকরণ কর্মসূচি। এ সবের মিলিত প্রভাবে শেয়ার বাজার মজবুত ছিলই। বুধবার আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার পর তাতে আরও গতি আসে। বৃহস্পতিবার বাজার খুলতেই ফের সবুজ সঙ্কেত প্রায় সব ক্ষেত্রে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement