—প্রতীকী ছবি।
ক্রেডিট কার্ডের খরচ বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই। ইউটিলিটি পেমেন্টের ক্ষেত্রে এক শতাংশ বসল সারচার্জ। তবে সমস্ত ক্রেডিট কার্ড গ্রাহককে দিতে হবে না ওই টাকা। বিলের অঙ্ক বেশি হলে তবে অতিরিক্ত টাকা লাগবে বলে জানিয়েছে এসবিআই।
ক্রেডিট কার্ডে সারচার্জ বসানো নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক। সেখানে বলা হয়েছে, চলতি বছরের ১ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। ফলে এ বার থেকে ইউটিলিটি বিলের পরিমাণ ৫০ হাজার টাকা বা তার বেশি হলে গ্রাহককে এক শতাংশ সারচার্জ দিতে হবে। তার চেয়ে কম টাকার বিল এলে এই নিয়ম প্রযোজ্য হবে না।
এসবিআইয়ের বহু গ্রাহক বিদ্যুৎ, গ্যাস এবং জলের বিল মেটাতে ক্রেডিট কার্ড ব্যবহার করেন। ব্যাঙ্কিং পরিভাষায় একেই বলা হয় ইউটিলিটি বিল। এটি বাদ দিয়ে জামাকাপড় থেকে শুরু করে বৈদ্যুতিন সরঞ্জাম কেনার বিলও ক্রেডিট কার্ডের মাধ্যমে মেটানো যায়। এই ধরনের কেনাকাটার ক্ষেত্রে সারচার্জ নেওয়া হবে না বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক।
এ ছাড়া ‘অসুরক্ষিত’ (আনসিকিওর্ড) ক্রেডিট কার্ডের চার্জ বৃদ্ধি করেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ১ নভেম্বর থেকে এর গ্রাহকদের প্রতি মাসে ৩.৭৫ শতাংশ করে চার্জ দিতে হবে। তবে এই নিয়ম শৌর্য বা ডিফেন্স কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই দুই কার্ডে আগের নিয়মেই চার্জ নেবে এসবিআই।
ক্রেডিট কার্ড দেওয়ার ক্ষেত্রে একটি নিরাপত্তা আমানত জমা রাখে ব্যাঙ্ক। ওই টাকা জমা না দিয়েও গ্রাহকেরা ক্রেডিট কার্ড পেতে পারেন। সেই কার্ডগুলিকেই অসুরক্ষিত বা আনসিকিয়োর্ড বলা হয়। এতে দৈনিক লেনদেনের সুবিধা রয়েছে। ফলে ওই কার্ডের চার্জ বৃদ্ধি পাওয়ায় গ্রাহকরা যে সমস্যার মুখ পড়লেন, তা বলাই বাহুল্য।
চলতি বছরের ২৮ সেপ্টেম্বর থেকে নতুন করে ‘ক্লাব ভিস্তারা এসবিআই ক্রেডিট কার্ড’ এবং ‘ক্লাব ভিস্তারা এসবিআই ক্রেডিট প্রাইম’ ইস্যু করা বন্ধ করে দিয়েছে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক। তবে যে গ্রাহকদের কাছে এই দু’ধরনের কার্ড রয়েছে, তাঁরা নিঃসঙ্কোচে এটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে এসবিআই।