EPF Interest Rate

লোকসভা ভোটের আগে বাড়তে চলেছে পিএফের সুদের হার, ২০২৩-২৪ অর্থবর্ষে কত হতে পারে?

প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধানমন্ত্রিত্বের আমলে ইপিএফে সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করা হয়েছিল। ১৯৭৭-৭৮ সালের পরে ওই সুদের হারই ছিল সর্বনিম্ন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৪

প্রতিনিধিত্বমূলক ছবি।

কর্মচারী ভবিষ্যনিধি তহবিলে (এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ) সদস্যদের জমা টাকার উপরে সুদ বাড়তে চলছে চলতি অর্থবর্ষে। সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত খবরে শনিবার এ কথা জানানো হয়েছে।

Advertisement

২০২২-২৩ অর্থবর্ষে ৮.১৫ শতাংশ হারে সুদ মিলেছিল ইপিএফে। ২০২৩-২৪ অর্থবর্ষে তা বেড়ে ৮.২৫ শতাংশ হতে পারে বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে। তবে প্রথা মেনে মার্চেই কর্মচারী ভবিষ্যনিধি কর্তৃপক্ষ তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে পারেন।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধানমন্ত্রিত্বের আমলে ইপিএফে সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করা হয়েছিল। ১৯৭৭-৭৮ সালের পরে ওই সুদের হারই ছিল সর্বনিম্ন। এর পর ২০২২-২৩ অর্থবর্ষে সুদের হার বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হয়। লোকসভা ভোটের আগে সম্ভবত তা আরও বাড়তে চলেছে।

আরও পড়ুন
Advertisement