SEBI Bans Ketan Parekh

কোটি কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি! কেতন পারেখ-সহ তিন জনকে নিষিদ্ধ করল সেবি

ফের শেয়ার কেলেঙ্কারিতে নাম জড়াল কেতন পারেখের। তাঁকে বাজার থেকে নিষিদ্ধ করেছে সেবি। কেতন ছাড়া আরও দু’জনের বিরুদ্ধে একই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সংস্থা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১১:৫৯
Ketan Parekh and two other entities allegedly involved Stock Market scam are debarred by SEBI

শেয়ার কেলেঙ্কারিতে অভিযুক্ত কেতন পারেখ। ছবি: সংগৃহীত।

শেয়ার বাজারের বড় খেলোয়াড় কেতন পারেখের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। এ বার তাঁকে নিষিদ্ধ করল বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ‘সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি’। কেতন ছাড়া আরও দু’জনের বিরুদ্ধে একই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি, অভিযুক্তদের থেকে ৬৫.৭৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হবে বলেও ঘোষণা করেছে সেবি।

Advertisement

গত ৩০ ডিসেম্বর কেতন-সহ মোট তিন জনের বিরুদ্ধে পদক্ষেপ করে কেন্দ্রীয় সংস্থা। সেবির অভিযোগ, আগে থেকে তথ্য জেনে নিয়ে স্টকের লেনদেন করেছেন কেতন এবং তাঁর সহযোগীরা। এই কাজে তাঁর সঙ্গে ছিলেন রোহিত সালগাওকার নামের সিঙ্গাপুরের এক লগ্নিকারী। এতে ৬৫.৭৭ কোটি টাকা লাভ করেন তাঁরা। আর তাই সেবিতে নথিভুক্ত মধ্যস্থতাকারী কোনও সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না কেতন-সহ অন্যান্য অভিযুক্ত।

এর আগেও স্টক কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছেন কেতন। ২০০০ সালে তাঁর বিরুদ্ধে শেয়ারে জালিয়াতির অভিযোগ ওঠে। ওই সময়ে ১৪ বছরের জন্য বাজার থেকে কেতনকে নিষিদ্ধ করে সেবি। পাশাপাশি, তাঁকে গ্রেফতারও করা হয়েছিল।

সেবি সূত্রে খবর, সালগাওকার এবং পারেখ আমেরিকা ভিত্তিক একটি সংস্থা তৈরি করেন। কোম্পানিটি সারা বিশ্বে প্রায় আড়াই লক্ষ কোটি ডলার লেনদেনের সঙ্গে যুক্ত। এই সংস্থার মাধ্যমেই আগাম শেয়ারের ব্যাপারে তথ্য জেনে নিয়ে স্টক কেনাবেচা করতেন কেতন এবং সালগাওকার। ফলে বেআইনি ভাবে তাঁদের রোজগার বেশ ফুলেফেঁপে উঠেছিল।

পারেখ-সহ তিন জনকে শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করতে মোট ১৮৮ পাতার রিপোর্ট পেশ করেছে সেবি। সেখানে পারেখ এবং সালগাওকারের নামের পাশাপাশি মোট ২২টি সংস্থার উল্লেখ রয়েছে। এই ঘটনায় ফের কেতনের গ্রেফতার হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন