—প্রতীকী ছবি।
বিয়ের মরসুমে এক লাফে অনেকটাই কমল সোনার দাম। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। বাড়ন্ত দামে লাগাম পরায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বিশেষ করে সামনেই যাঁদের বিয়ে, তাঁদের পরিবারের জন্য সুখবর নিয়ে এল সোনার দাম। সোনার দর অনেকটাই কমেছে কলকাতার বাজারে। মঙ্গলবার সকাল পর্যন্ত ২২ ক্যারাট হলমার্ক ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৩ হাজার ৫০০ টাকা। ২৪ ক্যারাট পাকা সোনার দাম ৭৮৬৫০ টাকা। ২৪ ক্যারাট ১০ গ্রাম পাকা সোনার দাম ছুঁয়েছে ৭৮২৫০ টাকা।
নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকেই সোনার দাম পড়তির দিকে ছিল। গত ১৮ নভেম্বর ৭০ হাজারের ঘরে নেমে যায় ২২ ক্যারাট হলমার্ক সোনার দাম। ১৯ নভেম্বর থেকে আবার উর্ধ্বমুখী হয়েছে গহনা সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দামে হ্রাস হওয়ায় তার প্রতিফলন দেখা গিয়েছে দেশের বাজারেও। সোমবার ২২ ক্যারাট হলমার্ক সোনার দাম ছিল ৭৪ হাজার ৭৫০ টাকা। সেই তুলনায় মঙ্গলবার ১২৫০ টাকা কমেছে ১০ গ্রাম সোনার দাম। যা গত ১৮ নভেম্বরের মধ্যে সর্বোচ্চ। ২৪ ক্যারাট পাকা সোনার দামেও পতন লক্ষ করা গিয়েছে, সোমবার ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৭৮৬৫০ টাকা। ১৩৫০ টাকা কমে মঙ্গলবার সেই দাম হয়েছে ৭৭৩০০ টাকা। গত সপ্তাহ থেকে পাকা সোনার দামে ৩।২১ শতাংশ দাম কমেছে বলে বাজার সূত্রে খবর।