ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
ব্রিকস গোষ্ঠীর দেশগুলি নিজেদের মধ্যে লেনদেনে ডলারের বদলে অন্য মুদ্রাকে
বাছলে বা নতুন মুদ্রা তৈরি করলে আমেরিকায় ঢোকা তাদের সব পণ্যে ১০০% আমদানি শুল্ক বসানোর হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারত এই রাষ্ট্রগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য। ফলে এই হুমকি এ দেশের উদ্বেগ বাড়িয়েছে। ট্রাম্প অবশ্য এ কথা আগেও বলেছেন। এ বার আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরেই সেই হুমকি দিলেন। ১ ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এর জেরে মঙ্গলবার বিশ্ব জুড়ে বিভিন্ন গাড়ি ও বৈদ্যুতিন সংস্থার শেয়ার দর পড়ে।
ব্রিকস-এ ভারত ছাড়াও রয়েছে ব্রাজ়িল, চিন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা-সহ ন’টি দেশ। স্থানীয় মুদ্রার অস্থিরতা রুখতে তাদের একাংশ ডলারের বদলে অন্য মুদ্রায় লেনদেনের দাবি করছে। বিশেষত রাশিয়া, চিন ব্রিকস গোষ্ঠীর মধ্যে লেনদেনের জন্যই আলাদা মুদ্রা তৈরির পক্ষপাতী। যাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে আমেরিকার।
গত বছর ভোটের প্রচারেই শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন, ‘‘ব্রিকস দেশগুলি ডলার থেকে সরার যে কথা ভাবছে, সেটা দাঁড়িয়ে দেখব, সেই দিন শেষ। ...তাদের
প্রতিশ্রুতি দিতে হবে ব্রিকস মুদ্রা তৈরি করবে না বা ডলারের বদলে অন্য মুদ্রা বাছবে না। সেটা করলে তাদের পণ্যে ১০০% শুল্ক চাপাব। আমেরিকায় ব্যবসা করার কথা ভুলে যেতে পারে তারা।’’ এ বার হুমকি, ‘‘ব্রিকস দেশগুলি এই পথে হাঁটতে পারে। কিন্তু আমেরিকার সঙ্গে তারা যে ব্যবসা করে, তাতে অন্তত ১০০% শুল্ক বসবে। এই কথা ভাবলেও তা বসবে।’’
ভারত অবশ্য ব্রিকসের আলাদা মুদ্রার প্রস্তাবে রাজি নয় বলে আগেই জানিয়েছে। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে মিলে কাজের বার্তা দিয়েছে দেশের শিল্পমহলের একাংশও।