প্রভাব পড়তে পারে সংস্থাগুলির সামগ্রিক ও কার্যকরী মুনাফায়। —প্রতীকী চিত্র।
চড়া মূল্যবৃদ্ধি ও কাঁচামালের খরচ বেড়ে যাওয়া তো রয়েইছে। সেই আর্থিক বোঝা মোকাবিলা করতে বাড়াতে হয়েছে পণ্যের দাম। এই ত্র্যহম্পর্শে অক্টোবর-ডিসেম্বরের আর্থিক ফলও তেমন ভাল হবে না বলে মনে করছে স্বল্পমেয়াদি ভোগ্যপণ্য সংস্থাগুলি। তাদের মতে, প্রভাব পড়তে পারে সংস্থাগুলির সামগ্রিক ও কার্যকরী মুনাফায়। আয় বৃদ্ধি দাঁড়াতে পারে এক থেকে পাঁচ শতাংশের মধ্যে। এমনকি আগামী দিনেও বিক্রি ধাক্কা খেতে পারে।
ভোজ্যতেল, পাম তেল-সহ একাধিক কাঁচামালের দাম বাড়ায় ডিসেম্বরে নানা পণ্যের দাম বাড়িয়েছে ভোগ্যপণ্য শিল্প। এমনিতেই জরুরি জিনিসের চড়া দামে জেরবার মানুষ ছোট প্যাকেটের পণ্য কিনছেন। সংশ্লিষ্ট মহলের মতে, এর উপরে দাম বাড়ায় তাঁদের কেনাকাটায় আরও বেশি প্রভাব পড়েছে। কমেছে বিক্রি।
এই পরিস্থিতিতে ডাবর, মারিকোর মতো সংস্থাগুলি অক্টোবর-ডিসেম্বরে মুনাফা নামমাত্র বৃদ্ধির আশা করছে। বিশেষত, পাড়ার ছোট দোকানগুলিতে বিক্রি ধাক্কা খেয়েছে বলেই জানাচ্ছে একাধিক সংস্থা। তবে দাবি, ই-কমার্স, কুইক কমার্সের পথে ভাল ব্যবসার মুখ দেখা গিয়েছে। বিক্রি বেড়েছে গ্রামেও। যদিও শীত দেরিতে আসায় এই সময়ে বডি লোশন-সহ যে ধরনের পণ্যের চাহিদা বাড়ে, তা ধাক্কা খেয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক মাস মূলত শহরে চাহিদা কম থাকবে বলে ধারণা।