গ্লোবাল ফাউন্ড্রিজ়ের কর্তারা রাজ্যের তথ্যপ্রযুক্তিমন্ত্রী ও প্রধান সচিবের সঙ্গে রাজ্যের প্রকল্প নিয়ে বৈঠক করেন। ছবি: এক্স।
কলকাতায় গ্লোবাল ফাউন্ড্রিজ়ের নতুন প্রকল্পে কী ভাবে ব্রিটেনের সংস্থাগুলি যুক্ত হতে পারে, তা নিয়ে মঙ্গলবার সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করলেন সফরকারী ব্রিটিশ প্রতিনিধিদলের সদস্যেরা। সূত্রের খবর, গ্লোবাল ফাউন্ড্রিজ়ের পক্ষ থেকে ব্রিটিশ দলকে কলকাতার প্রকল্প সম্পর্কে সবিস্তারে জানানো হয়েছে।
এ দিন গ্লোবাল ফাউন্ড্রিজ়ের কর্তারা রাজ্যের তথ্য প্রযুক্তিমন্ত্রী ও প্রধান সচিবের সঙ্গে রাজ্যের প্রকল্প নিয়ে বৈঠক করেন। আর ব্রিটেনের প্রতিনিধিরা বৈঠক করেন ৬০টির বেশি ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে। সেখানে সেমিকনডাক্টর, কৃত্রিম মেধা, সাইবার নিরাপত্তা-সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। বৈঠকে ছিলেন আইআইটি এবং আইআইএমের শীর্ষ কর্তারাও। এ দিন ব্রিটিশ প্রতিনিধিদল বরাহনগরে আইএসআই ক্যাম্পাস পরিদর্শনে যায়। সেখানে আলোচনা হয় দুই দেশের শিক্ষা ও শিল্পের আদানপ্রদান নিয়ে। প্রসঙ্গত, সোমবারই রেডক এবং প্রেফারি নামে দু’টি ব্রিটিশ সংস্থা রাজ্যে লগ্নির সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, এতে প্রায় ৬০০ প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। তবে লগ্নির অঙ্ক স্পষ্ট করেনি কোনও পক্ষ।