Bank holidays

ব্যাঙ্ক বন্ধ টানা তিন দিন

সোমবার ইদের ছুটি। তবে ব্যাঙ্কের যে সব শাখায় কর জমা-সহ সরকারি লেনদেন হয়, সেগুলি ওই দিন খোলা থাকবে। কারণ সে দিন অর্থবর্ষের শেষ দিন, ৩১ মার্চ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ০৮:৪৪
মঙ্গলবার বাৎসরিক হিসাব মেলানোর জন্য ‘ব্যাঙ্ক হলিডে’।

মঙ্গলবার বাৎসরিক হিসাব মেলানোর জন্য ‘ব্যাঙ্ক হলিডে’। —ফাইল চিত্র।

কাল রবিবার এমনিতেই ছুটি। তার পরের দু’দিনও ব্যাঙ্কের সমস্ত সাধারণ পরিষেবা বন্ধ থাকবে। সোমবার ইদের ছুটি। তবে ব্যাঙ্কের যে সব শাখায় কর জমা-সহ সরকারি লেনদেন হয়, সেগুলি ওই দিন খোলা থাকবে। কারণ সে দিন অর্থবর্ষের শেষ দিন, ৩১ মার্চ। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার বাৎসরিক হিসাব মেলানোর জন্য ‘ব্যাঙ্ক হলিডে’। ওই দিন ব্যাঙ্কের নিজস্ব হিসাব মেলানোর কাজের জন্য সব শাখা খোলা থাকলেও, সাধারণ গ্রাহকদের জন্য পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের আহ্বায়ক সুদীপ দত্ত এবং অল ইন্ডিয়া ন্যাশনালাইজ়ড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস। তাঁদের বার্তা, ব্যাঙ্কে কাজ থাকলে, আজ শনিবারেই সেরে নিতে পারেন গ্রাহক।

Advertisement

Advertisement
আরও পড়ুন