Unified Pension Scheme

শুধু কেন্দ্রীয় সরকারি কর্মী নয়, সকলের জন্য চালু হতে পারে ইউপিএস, ইঙ্গিত খোদ মন্ত্রীর

কেন্দ্রীয় সরকারি কর্মী বাদে আরও যাঁরা এনপিএসের গ্রাহক, তাঁরাও যাতে ইউপিএসে যোগ দেওয়ার সুযোগ পান, সেই সুবিধা চালুরও ইঙ্গিত স্পষ্ট।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ০৮:২০
এনপিএস ২০০৪ সালে প্রথমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য চালু হয়েছিল।

এনপিএস ২০০৪ সালে প্রথমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য চালু হয়েছিল। —প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য নতুন পেনশন প্রকল্প ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ (ইউপিএস) চালু হয়েছে ১ এপ্রিল থেকে। যে সমস্ত সরকারি কর্মী ‘ন্যাশনাল পেনশন সিস্টেম’ (এনপিএস) প্রকল্পে রয়েছেন, তাঁরাই চাইলে বিকল্প হিসাবে ইউপিএসে আসার সুযোগ পাবেন। তবে বৃহস্পতিবার কেন্দ্রীয় আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগারাজু ইউপিএসের সুবিধা এনপিএসের সঙ্গে যুক্ত বাকিদের ক্ষেত্রেও সম্প্রসারিত করার আশা প্রকাশ করেছেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মী বাদে আরও যাঁরা এনপিএসের গ্রাহক, তাঁরাও যাতে ইউপিএসে যোগ দেওয়ার সুযোগ পান, সেই সুবিধা চালুরও ইঙ্গিত স্পষ্ট।

Advertisement

এ দিন এক অনুষ্ঠানে নাগারাজু বলেন, ‘‘এনপিএসের উপর সাধারণ মানুষের আস্থা তৈরি হয়েছে। যার ফলে দ্রুত বেড়েছে তার তহবিল। আমার বিশ্বাস, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সম্প্রতি চালু হওয়া ইউপিএস প্রকল্প এনপিএসের সঙ্গে যুক্ত বাকি মানুষের ক্ষেত্রেও অনুসরণ করার জায়গা তৈরি হবে।’’ ইউপিএস প্রকল্পে অবসরের আগের ১২ মাসের গড় বেতনের ৫০ শতাংশ নিশ্চিত পেনশনের ব্যবস্থা করা হয়ছে। যে নিশ্চয়তা এনপিএসে নেই।

উল্লেখ্য, এনপিএস ২০০৪ সালে প্রথমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য চালু হয়েছিল। পরে তা সকলের জন্যেই খুলে দেওয়া হয়। বেসরকারি ক্ষেত্রের কর্মী অথবা অন্য যে কেউ এই প্রকল্পে লগ্নি করে যাতে পেনশনের সুবিধা নিতে পারেন, তার ব্যবস্থা
করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন