viral video

ঘরে অদ্ভুত শব্দ শুনে ছুটে এলেন দেওর, তল্লাশি চালাতেই ট্রাঙ্ক থেকে বেরোলেন বৌদির অর্ধনগ্ন প্রেমিক!

তরুণীর স্বামী ট্রাক ড্রাইভার। কাজের সূত্রে তিনি প্রায়ই বাইরে থাকেন। ঘটনার রাতে তরুণীর স্বামী যখন বাইরে ছিলেন, তখন তরুণ তাঁর বিবাহিত প্রেমিকার বাড়িতে লুকিয়ে ঢুকে পড়েন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৬:১৩
man had sneaked into the house of his lover and hide in a trunk

ছবি: সংগৃহীত।

স্বামী অনুপস্থিত। সেই সুযোগে প্রেমিককে বাড়িতে ডেকেছিলেন তরুণী। শ্বশুরবাড়ির লোক টের পেতেই অর্ধনগ্ন অবস্থায় প্রেমিককে ট্রাঙ্কের ভিতর লুকিয়ে রাখেন প্রেমিকা। সন্দেহ হতেই শ্বশুরবাড়ির লোকেরা তরুণীর ঘরে তল্লাশি চালান। প্রথমে ঘরে কাউকে দেখা যায়নি। ট্রাঙ্কটি খোলা হতেই বেরিয়ে আসেন তরুণীর প্রেমিক। ধরা পড়তেই প্রেমিকের কপালে জোটে বেদম প্রহার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরায় ফতেহাবাদ থানা এলাকায়। সেই ঘটনার ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, তরুণীর স্বামী ট্রাক ড্রাইভার। কাজের সূত্রে তিনি প্রায়ই বাইরে থাকেন। ঘটনার রাতে তরুণীর স্বামী যখন বাইরে ছিলেন, তখন তরুণ তাঁর বিবাহিত প্রেমিকার বাড়িতে লুকিয়ে ঢুকে পড়েন বলে অভিযোগ। তরুণীর দেওর তাঁর ঘর থেকে আওয়াজ শুনে হতবাক হয়ে যান। তিনি পরিবারের বাকি সদস্যদের ডেকে তোলেন। তরুণীর দরজায় কড়া নাড়েন পরিবারের সদস্যেরা। তরুণী ও তাঁর প্রেমিকের অন্তরঙ্গ হওয়ার শব্দ টের পেয়ে যান পরিবারের সদস্যেরা। ঘুম থেকে জেগে ওঠেন তাঁরা। ঘরে ঢুকে সন্ধান চালাতেই ট্রাঙ্ক থেকে বার করে আনা হয় প্রেমিককে। হইচই শুরু হতেই আশপাশ থেকে জড়ো হন প্রতিবেশীরাও। তাঁরাও তরুণকে মারধর করেন বলে অভিযোগ। প্রতিবেদনে বলা হয়েছে ফতেহাবাদ পুলিশকে খবর দেওয়া হয়। থানা থেকে আধিকারিকেরা শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছে প্রেমিককে গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত প্রেমিক পুলিশকে জানিয়েছেন প্রেমিকা নিজেই তাঁকে দেখা করার জন্য ডেকেছিলেন। ঘটনার ভিডিয়োটি ‘নিতিন সবরঙ্গি’ নামের একটি এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। ২২ এপ্রিল পোস্ট করা এই ভিডিয়োটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বহু অ্যাকাউন্ট থেকেই।

Advertisement
আরও পড়ুন