রাজস্থান রয়্যালসের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলেছেন রাজস্থান ক্রিকেট সংস্থারই এক কর্তা। তাঁর অভিযোগ, সঞ্জীব গোয়েন্কার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ইচ্ছা করে ম্যাচ হেরেছে রাহুল দ্রাবিড়ের রাজস্থান। অর্থাৎ, আরও এক বার ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে ক্রোড়পতি লিগে।
রাজস্থান ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। লখনউয়ের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে ২ রানে হেরেছে রাজস্থান। শেষ ওভারে ৯ রান করতে পারেনি তারা। জয়দীপ বলেন, “৬ বলে ৯ রান করতে পারেনি রাজস্থান। এমন নয় যে সব উইকেট পড়ে গিয়েছিল। দলের সেরা ব্যাটারেরা তখন খেলছিল। ওই জায়গা থেকে কী ভাবে একটা দল হারতে পারে? একটা বাচ্চাও বুঝতে পারবে যে ম্যাচ গড়াপেটা করা হয়েছে।”
লখনউয়ের বিরুদ্ধে শেষ ওভারে ব্যাট করছিলেন শিমরন হেটমেয়ার ও ধ্রুব জুরেল। শেষ ওভারে বল করছিলেন আবেশ খান। গোটা ওভারে একটিও চার মারতে পারেনি রাজস্থান। হেটমেয়ার আউট হয়ে যান। শেষ পর্যন্ত ২ রানে হারে তারা। জয়দীপের মতে, রাজস্থানের খেলা দেখে মনে হয়েছে, জেতার কোনও ইচ্ছাই তাদের নেই। ইচ্ছা করে ম্যাচ হেরেছে দল। এই হারে রাজস্থানের সমর্থকেরা হতাশ হয়েছেন। সমর্থকদের কথা রাজস্থান ভাবছে না বলেই অভিযোগ করেছেন জয়দীপ।
শুধু লখনউয়ের বিরুদ্ধে নয়, তার আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও একই হাল হয়েছিল রাজস্থানের। সেই ম্যাচেও শেষ ওভারে ৬ বলে ৯ রান দরকার ছিল। মিচেল স্টার্ক দেন ৮ রান। খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে যেতে দিল্লি। পর পর দু’ম্যাচে একই অবস্থা কী ভাবে হয় সেই প্রশ্ন তুলেছেন জয়দীপ। তাঁর দাবি, আইপিএলের গভর্নিং কাউন্সিলের উচিত বিষয়টার দিকে নজর দেওয়া।
এ বারের আইপিএলে ভাল জায়গায় নেই রাজস্থান। আটটি ম্যাচের মধ্যে মাত্র দু’টি জিতেছে তারা। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আট নম্বরে রয়েছে তারা। রাজস্থানের প্লে-অফে ওঠার সম্ভাবনা প্রায় নেই। তার মাঝেই এই বার গড়াপেটার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগের পর রাজস্থান বা লখনউ কোনও জবাব দেয়নি।