Gautam Adani in Bribery Case

ঘুষ মামলায় অস্বস্তিতে গৌতম-সাগর, আমেরিকার বাজারে বন্ড ছাড়া বন্ধের সিদ্ধান্ত আদানি গ্রিন এনার্জির

ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পে পদস্থ আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠায় অস্বস্তিতে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১১:৪০
Adani Green Energy postpones proposed USD bond amid Gautam Adani in bribery case

আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। ছবি: সংগৃহীত।

সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠায় বিপাকে ভারতীয় ধনকুবের শিল্পপতি গৌতম আদানি। আমেরিকার বাজারে তাঁর সংস্থা ‘আদানি গ্রিন এনার্জি’র বন্ড ছাড়ার কথা ছিল। আপাতত তা স্থগিত রাখা হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে সৌরবিদ্যুৎ উৎপাদনকারী সংশ্লিষ্ট সংস্থা।

Advertisement

বৃহস্পতিবার, ২১ নভেম্বর তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নীরবতা ভাঙে আদানি গ্রিন এনার্জি। সংস্থার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমেরিকার বিচার বিভাগ এবং সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি ফৌজদারি এবং একটি দেওয়ানি মামলা দায়ের করেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেলা আদালতে মামলাগুলি দায়ের হয়েছে। এতে আমাদের সংস্থার বোর্ড সদস্য গৌতম আদানি ও সাগর আদানির নাম রয়েছে।’’

এ ছাড়াও আমেরিকায় দায়ের হওয়া মামলায় বোর্ড সদস্য বিনীত জৈনের নাম রয়েছে বলে জানিয়েছে আদানি গ্রিন এনার্জি। বিবৃতিতে সংস্থা বলেছে, ‘‘বিনীতের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে। এই অবস্থায় প্রস্তাবিত আমেরিকার ডলার ডিনোমিনেটেড বন্ডগুলির ব্যাপারে অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ যুক্তরাষ্ট্রের বাজারে ৬০ কোটি ডলার মূল্যের বন্ড ছাড়ার কথা ছিল আদানি গ্রিন এনার্জির।

নিউ ইয়র্কের পূর্ব ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বলা হয়েছে, ‘‘গৌতম আদানি, সাগর আদানি এবং বিনীত জৈনের বিরুদ্ধে মোট পাঁচটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। আমেরিকার লগ্নিকারী থেকে কোটি কোটি ডলার তোলার জন্য শেয়ারে জালিয়াতি করেছেন তাঁরা। তাঁদের সংস্থার তরফে মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হয়েছে।’’

আদানি গ্রিন এনার্জির তিন বোর্ড সদস্য ছাড়াও পুনর্ব্যবহারযোগ্য শক্তির প্রাক্তন পদস্থ কর্তা রঞ্জিত গুপ্ত এবং রূপেশ আগরওয়ালের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এই দু’জন আমেরিকার স্টক মার্কেটে লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। এ ছাড়াও অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের নাগরিক সিরিল ক্যাবানেস, সৌরভ আগরওয়াল এবং দীপক মলহোত্রের। শেষের দু’জনেই কানাডার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলে জানা গিয়েছে।

নিউ ইয়র্কের জেলা আদালতের অ্যাটর্নি ব্রেন পিস বলেছেন, ‘‘অভিযুক্তেরা কোটি কোটি ডলারের চুক্তিকে সুরক্ষিত করার জন্য ভারত সরকারের উচ্চ পদস্থ আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেন। আমেরিকা থেকে মূলধন সংগ্রহের নামে আদানি গ্রিন এনার্জির বোর্ড সদস্যেরা মিথ্যার আশ্রয় নিয়েছেন।’’ গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধে ২ হাজার ২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। দু’জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন।

ভারতের সৌরবিদ্যুতের যে প্রকল্পের জন্য শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর ভাইপোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তা থেকে ২০ বছরে ২০০ কোটি ডলার লাভের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আদানি গ্রিন এনার্জির বিরুদ্ধে এহেন অভিযোগ ওঠার পর থেকেই সংস্থাটির শেয়ারের দর হু হু করে নেমে গিয়েছে।

আরও পড়ুন
Advertisement