—প্রতীকী ছবি।
আর মাত্র কয়েকদিন। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা। এর পর ১০ বা তার বেশি বছরের পুরনো আধার আপডেট করলে গেলে নির্দিষ্ট ফি নেবে কেন্দ্র। যার পরিমাণ এখনও ঘোষণা করেনি সরকার।
নিখরচায় আধার আপডেটের ক্ষেত্রে গ্রাহক নাম, ঠিকানা বা জন্ম-তারিখের মতো তথ্য বদল করতে পারবেন। কিন্তু কার্ডের বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ ও চোখের মনির ছাপ) কখনই বদল করা যাবে না। নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে ঘরে বসেই এই কাজ করতে পারবেন তাঁরা।
প্রাথমিকভাবে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা এ বছরের ১৪ জুন পর্যন্ত রেখেছিল কেন্দ্র। পরে তা বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর করা হয়। বর্তমানে এই সময়সীমা ১৪ ডিসেম্বর শেষ হবে বলে জানিয়েছে কেন্দ্র।
আধার কার্ড বিলি করে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ বা ইউআইডিএআই। কার্ড আপডেটের ক্ষেত্রে এর ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সেটি হল, myaadhaar.uidai.gov.in।
ওয়েবসাইটে ঢুকলে মিলবে ‘মাই আধার’ অপসন। সেখানে গিয়ে ‘আপডেট ইওর আধার’-এ ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে একটি পেজ খুলে যাবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিতে হবে গ্রাহককে। এর পর ‘ডকুমেন্ট আপডেট’ অপশনটি নির্বাচিত করতে হবে।
এই অপশনে গিয়ে যাবতীয় নথির স্ক্যান কপি জমা করবেন গ্রাহক। সবশেষে আসবে ক্যাপচা এবং ওটিপি। সেই দু’টি লিখে ফর্মটি জমা করলেই আপডেটের কাজ সম্পূর্ণ হবে। কাজ হয়ে গেলে আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মোবাইন নম্বরে এসএমএস আসবে।
উল্লেখ্য, জন্ম তারিখ এবং লিঙ্গ একবারই মাত্র আপডেট করা যাবে। বায়োমেট্রিক তথ্য আধার কেন্দ্র থেকে আপডেট করতে হবে।