প্রতীকী ছবি।
দুর্গাপুজোর আগে সকলেই নিজের মতো সেজে উঠেছিলেন। চুলের নতুন ছাঁট থেকে অ্যাক্রিলিকের কৃত্রিম নখ, বছরের এই একটি সময় বরাদ্দ সাজগোজ নিয়ে সব রকম পরীক্ষা-নিরীক্ষার জন্য। কিন্তু পুজো শেষ হওয়ার পরেও কেটে গিয়েছে বেশ কিছু দিন। তুলে ফেলতে চান কৃত্রিম অ্যাক্রিলিক নখ?
দেওয়া রইল এই নখ সরানোর ফন্দি-ফিকির।
১) প্রথমে নখের উপর থেকে আগের নকশার অবশিষ্টাংশ তুলুন সন্যা দিয়ে।
২) বাড়তি অংশ নেল-কাটার দিয়ে ছেঁটে ফেলুন।
৩) এ বার নেল পলিশের কিছু গুঁড়ো লেগে থাকলে তা ভাল করে ঝেড়ে ফেলুন।
৪) একটি বাটিতে অ্যাসিটোন নিয়ে নেল পলিশ তোলার জন্য হাতের আঙুল ৫ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন।
৫) ৫ মিনিট হয়ে গেলে নেল পুশার দিয়ে নখের কোণে লেগে থাকা নেল পলিশ আলতো করে তুলে ফেলুন।
৬) আবার মিনিট দুয়েকের জন্য অ্যাসিটোনে আঙুল ডুবিয়ে রাখুন।
৭) যত ক্ষণ পর্যন্ত অ্যাক্রিলিক উঠে আসার মতো অবস্থায় আসছে না, তত ক্ষণ পর্যন্ত এই একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করতে পারেন।
৮) সব শেষে বাকি যে টুকু অবশিষ্টাংশ পড়ে থাকছে তা নেল পুশার দিয়ে তুলে ফেলুন। নখ যাতে খসখসে না হয়ে যায়, তার জন্য কয়েক ফোঁটা আমন্ড তেল বা নারকেল তেল দিয়ে মাসাজ করে নিন।