Durga Puja 2022: Keep the Capsule lighter in your pocket. Here is the description of various lighters dgtl
Durga Puja 2022
পকেটে রাখুন ক্যাপস্যুল লাইটার! রইল রকমারি লাইটারের বর্ণনা
লাইটার অত্যন্ত শখের জিনিস। কারও পছন্দের তালিকায় জিপো তো কারও ক্লিপার। কিন্তু তার বাইরেও রয়েছে আরও একাধিক রকমের লাইটার। কোন লাইটার রাখবেন পছন্দের তালিকায়? রইল তার সুলুকসন্ধান।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ১৪:০৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
স্ট্রাইকার লাইটার: স্ট্রাইকার লাইটারে ফেরোসেরিয়াম জাতীয় একটি পদার্থ রয়ছে। এই পদার্থ স্পার্ক তৈরিতে ব্যবহার করা হয়।
০২১১
বিবিকিউ বা টর্চ লাইটার: এই লাইটার ২০০০ সালে প্রথম বেরিয়েছিল। লাইটার গেমের জন্য এই লাইটার একেবারে নতুন। সহায়ক টর্চের কাজ চালানোর ক্ষেত্রে এই বারবিকিউ লাইটার পরিচিত। কোনও কিছু গ্রিল করতেও সাহায্য করে এই লাইটার।
০৩১১
ব্লু-ফ্লেম লাইটার: ব্লু-ফ্লেম লাইটারে পাইজোইলেকট্রিসিটি জাতীয় পদার্থ রয়েছে। যার ফলে নীল শিখার আগুন বেরোয় লাইটার থেকে।
০৪১১
গ্রিন-ফ্লেম লাইটার: বেশির ভাগ লাইটারের মতো এই লাইটারেও বুটেন ব্যবহার করা হয়। তফাত একটাই। এ ক্ষেত্রে বুটেনের সঙ্গে তামার কয়েল জুড়ে দেওয়া হয়। যার ফলে, সবুজ রঙের শিখায় আগুন জ্বলে।
০৫১১
ওয়াটার প্রুফ লাইটার: স্বাভাবিক ভাবেই জল নিরোধক এই লাইটার। বৃষ্টির মধ্যে পকেটে ভিজলেও নষ্ট হয় না। স্কুবা ডাইভিং করতে গেলেও এই লাইটার সঙ্গে রাখা যায়।
০৬১১
ওয়ান্ডার লাইটার: অস্বাভাবিক আকারের দেখতে বলে এই অভিনব নাম। যে কোনও কথোপকথন শুরুর সময়ে এই লাইটার পরিস্থিতি প্রথমেই অনেকটা হালকা করে দেয়। অস্বাভাবিক আকারের জন্যই বিভিন্ন দেশে এই লাইটার অবৈধ।
০৭১১
জিপো লাইটার: খুবই নামকরা এই জিপো লাইটার। অনেকেরই পছন্দের তালিকায়। এর গ্যাস শেষ হয়ে গেলে পুনরায় গ্যাস ভরিয়ে ব্যবহার করা যায় জিপো লাইটার।
০৮১১
ক্যাপস্যুল লাইটার: পিনাট লাইটার নামেও পরিচিত ক্যাপস্যুল লাইটার। খুব ছোট এবং চাবির রিং যুক্ত এই লাইটার। ভ্রমণে যাওয়ার সময়ে এই লাইটার ব্যাগে নিয়েও যাওয়া যায়।
০৯১১
ডিজিট্যাল লাইটার: আধুনিক প্রযুক্তির এই লাইটার। নাম শুনেই বোঝা যায় এতে আগুন জ্বলে না। বোতাম টিপলেই ভিতর থেকে শিখা বেরিয়ে আসে।
১০১১
ফ্লিন্ট লাইটার: বাজারে খুবই পরিচিত এই লাইটার। বেশির ভাগ দোকানেই কিনতে পাওয়া যায়। বুনসেন বার্নার এবং ওয়েল্ডিং টর্চে ফ্লিন্ট লাইটার ব্যবহার করা হয়।
১১১১
লাইটার নিয়ে অনেকেরই অনেক রকমের আগ্রহ থাকে। পকেটে এ রকম আকর্ষণীয় লাইটার রাখতে চান? তা হলে দেরি না করে এখন থেকেই বাছাই সেরে নিন!