ইতিমধ্যে আবহাওয়ার বদল শুরু হয়েছে। রাতে বা ভোরের দিকে বাতাসে এখন হাল্কা হিমেল পরশ। বিশেষ করে পুজোর পর থেকেই আস্তে আস্তে এই পরিবর্তন অনুভব করা যায়। এই অবস্থায় বাতাসও বেশ দূষিত হতে শুরু করে। সামনেই আলোর উৎসব কালীপুজো ও দীপাবলি। চারপাশে লাগাতার পুড়বে আতসবাজি, ফাটবে বোমা। তার বিষাক্ত ধোঁয়া বায়ুর গুণগত মানকে ঠেলে দেবে আরও খারাপের দিকে।