দীপাবলির আলো ঝলমলে উদযাপনের আগেই কী ভাবে বাড়িয়ে তুলবেন নিজের চুলের জেল্লা? জানালেন রূপটানশিল্পী শর্মিলা সিংহ ফ্লোরা
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ ১৪:৪৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই পার্বণের হিড়িক এই সময় তুঙ্গে! দুর্গাপুজো, লক্ষীপুজো ইত্যাদির হই হুল্লোড় কাটল এই সবে। দম ফেলার আগেই এ বার দীপাবলি!
০২১০
হাতে বাকি মোটে এক সপ্তাহ, দীপাবলির আলো ঝলমলে উদযাপনের আগেই কী ভাবে বাড়িয়ে তুলবেন নিজের চুলের জেল্লা? টিপস দিলেন শর্মিলা সিংহ ফ্লোরা নিজেই।
০৩১০
শ্রীমতী ফ্লোরা বললেন, “চুলের যত্নের জন্য যাঁদের পুজোর আগে চুলে কেরাটিন ট্রিটমেন্ট করানো রয়েছে তাঁদের স্পা করানো উচিত। " আর যাঁদের চুলে এই রকম কোনও ট্রিটমেন্ট করানো নেই তাঁরা?
০৪১০
চুলের জেল্লার রহস্যের ঝোলা থেকে তিনি খবর দিলেন,”তাঁদের জন্য এই বার প্রয়োজন পার্লারে গিয়ে ভাল মতো প্যাক লাগানো। এমনকি রুক্ষ চুলের ঝামেলাকে সায়েস্তা করতে তেল দিয়ে ম্যাসাজ করুন চুলে।"
০৫১০
যদি চুলে একটু স্থায়ী ও বেশ ভাল রকমের জেল্লাদার কোনও উপায় চান, তা হল কেরাটিন ট্রিটমেন্টের কথাও এ বার ভেবে দেখতে পারেন। তাঁর কথায় বারবার শোনা যায়, যে ভাবেই হোক প্রয়োজন ভাল কন্ডিশনিং।
০৬১০
দীপাবলির বেশি দিন নেই। এখন ত্বক ও চুল সবেতেই চাই জেল্লা।
০৭১০
হার্ড ওয়াটার শ্যাম্পু ব্যবহার করে দেখতে পারেন, যাতে কোনও ভাবে শ্যাম্পু করতে গিয়ে চুলের খুব বেশি ক্ষতি না হয়ে যায়।
০৮১০
আবার ভেজা চুলে ভাল করে কন্ডিশনার ও সিরাম লাগাতে হবে। আর মুখে লাগান ভিটামিন সি যুক্ত সিরাম ও ভারী ময়েসচারাইজিং ক্রিম।
০৯১০
হেয়ার সিরাম কী রকম বেছে নেবেন? আর কী রকম বা দরকার চুলের সঠিক যত্ন?
১০১০
শ্রীমতী ফ্লোরা বললেন, “সবার আগে দরকার পার্লারে গিয়ে ভাল কোনও রূপবিদের সঙ্গে নিজের চুলের বিষয়ে কথা বলা। তারাই আপনাকে বাতলে দিতে পারবেন মোলায়েম, রেশমি ও জেল্লাদার চুল পাওয়ার টোটকা!”