মহালয়া – ২ অক্টোবর ২০২৪। বাংলা ১৫ আশ্বিন ১৪৩১। বুধবার। যদিও ওই একই দিন গান্ধী জয়ন্তী বলে রাজ্য সরকারি অফিসের কর্মীরা একটা বাড়তি দিন ছুটি থেকে বঞ্চিত হবেন। মহালয়া – ২ অক্টোবর ২০২৪। বাংলা ১৫ আশ্বিন ১৪৩১। বুধবার। যদিও ওই একই দিন গান্ধী জয়ন্তী বলে রাজ্য সরকারি অফিসের কর্মীরা একটা বাড়তি দিন ছুটি থেকে বঞ্চিত হবেন।
শারদীয়া দুর্গাপুজো – ৯-১৩ অক্টোবর ২০২৪। বাংলা ২২-২৬ আশ্বিন ১৪৩১। বুধবার থেকে রবিবার। সে ক্ষেত্রে রাজ্য সরকার বাদে অন্যান্য কেন্দ্রীয় ও কর্পোরেট অফিস মহাষষ্ঠী অবধি খোলা থাকলেও আগামী বছর রাজ্য সরকারি অফিসগুলিতে ৭ অক্টোবর, সোমবার, মহাচতুর্থী থেকেই পুজোর ছুটি পড়ে যাওয়ার ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে।
সে কারণে, কোনও রাজ্য সরকারি এবং কর্পোরেট অফিসের চাকুরে যদি আগামী বছর কালীপুজোর পরের দিন অর্থাৎ ১ নভেম্বর শুক্রবার একটা 'সি.এল.' বা 'ক্যাজুয়াল লিভ'-এর আবেদন করে ছুটি নিয়ে নেন, সেক্ষেত্রে তাঁর আগামী বছরের ৩১ অক্টোবর-৩ নভেম্বর, টানা চারদিন ছুটি হয়ে যাবে কালীপুজোর সময়ে। ফলে একটা ছোটখাটো বা মাঝারি দূরত্বের গন্তব্যে পুজোর ছুটির 'ট্যুর' ২০২৪-এর কালীপুজোতেও সেরে ফেলতেই পারেন ভ্রমণবিলাসী বাঙালিরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy