শারদ-সাজে বঙ্গনারী মানেই তো শাড়ি! সারা বছর পরা হয় না সে ভাবে। পুজোয় তাই বাঙালি কন্যে পছন্দের শাড়ি কিনবেনই কিনবেন। উৎসবের দিন গুলিতে দেদার ঘোরাঘুরি পেরিয়ে আসে শাড়ি ঠিক মতো গুছিয়ে রাখার পালা। জেনে নিন কী ভাবে যত্নে রাখবেন আপনার প্রিয় শাড়িগুলিকে।
১. খেতে গিয়ে নতুন শাড়িতে দাগ লেগেছে? ভয় নেই, কাচতে হবে না। তবে আলমারিতে তোলার আগে ওই দাগ তুলে ফেলতে হবে। তার জন্য দাগ লাগা অংশে লাগান ঠান্ডা জল। তাতে না উঠলে হালকা তরল সাবান ব্যবহার করতে পারেন। তরকারির তেল লাগলে সেই দাগে পাউডার কিংবা গ্লিসারিন লাগান।
২. শাড়ি ভাল রাখতে গেলে মাঝেমাঝেই তার ভাঁজ বদলানো জরুরি। না হলে প্রিয় শাড়ি অচিরেই ভাঁজে ভাঁজে ফেঁসে যেতে পারে। বিশেষত সিল্কের শাড়ির ক্ষেত্রে এই রকম সমস্যা বেশি হয়।
৩. আলমারিতে শাড়ি ঝুলিয়ে রাখার অভ্যাস? থাকলে এখনই বদলান। কারণ এতে শাড়ির জরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা। ভাঁজ করে রাখুন সাধের জরিপাড় সিল্কের শাড়ি। প্রয়োজনে শাড়ির রাখার ব্যাগ ব্যবহার করতে পারেন। তবে মাঝে মাঝে রোদে দিলে শাড়ি ভাল থাকবে।
৪. আলমারিতে শাড়ি রাখার আগে কোণে ন্যাপথলিন দিতে ভুলবেন না। ন্যাপথলিন না থাকলে কয়েকটা নিমপাতাও দিতে পারেন। এতে শাড়ি ভাল থাকবে ও পোকামাকড়ের সমস্যা হবে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy