একে তো ছুটির মরসুম। তায় ‘ডেনা’র তাণ্ডবে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি। বাড়ি থেকে বাইরে বেরোনোর কথা ভাবছেন না তো? কিন্তু বাড়ি বসে এত ক্ষণ কী করবেন? ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর চিন্তা যদি না থাকে তা হলেও অনায়াসে কাজে লাগাতে পারেন অবসর সময়কে। ঝড়জলের দিনগুলি বাড়িতে থেকেই কী ভাবে সময় কাটাবেন? রইল তালিকা। বাড়ি থাকুন, নিরাপদ থাকুন।
ঘর পরিষ্কার করুন- সারা সপ্তাহ কাজ করে একটা দিন বাড়ি থাকলে সে দিন ঘর পরিষ্কারের ঝক্কি কেউই পোহাতে চান না। তবুও এ দিন পুরো বাড়ি পরিষ্কার করতে না গিয়ে বাড়ির পছন্দের কোনও জায়গা বেছে নিন। বইয়ের তাক কিংবা ড্রেসিং টেবিল ইত্যাদি সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। কিংবা সামনেই তো দীপাবলি। সুন্দর করে পছন্দের লাইট লাগানোর কাজটি সারতে পারেন। এতে মন ভাল থাকবে আর সময়ও কাটবে।