Laxmi Puja 2022: Significance of Lokkhi meye these days dgtl
ananda utsav 2022
লক্ষ্মী মেয়ের সংজ্ঞা আসলে ঠিক কী?
চলুন আজ একটু ভারতের মহিলা শিল্পপতিদের খোঁজ নেওয়া যাক। যে লক্ষ্মীমন্ত নারীদের বাস্তবের লক্ষ্মী আখ্যা দিতেই পারি আমরা।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২২ ১৭:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
দেখতে দেখতে শারদোৎসব শেষ। দোরগোড়ায় কোজাগরী উৎসব। আলপনা, ঘট, নারকেল নাড়ুর মিষ্টি গন্ধ আর পূর্ণিমার চাঁদ, সব মিলিয়েই দেবী লক্ষ্মীর আগমন পর্বে শহর জুড়ে যেন স্নিগ্ধতার ছোঁয়া।
০২১৫
কিন্তু 'লক্ষ্মী মেয়ে' বলতে ঠিক কী বোঝায়? বাড়িতে থেকে স্বামী, সংসার সব কিছু গুছিয়ে রাখেন যাঁরা? এখনকার সমাজে কিন্তু সেই সংজ্ঞা খানিক বদলেছে।
০৩১৫
আজকের লক্ষ্মীরা কিন্তু ঘর সংসারের ঘেরাটোপ ছেড়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন পুরুষের সঙ্গে। ঘরে-বাইরে সব ক্ষেত্রেই সমান পারদর্শী। তাঁদের কল্যাণে সংসারের লক্ষ্মীলাভও হচ্ছে।
০৪১৫
চলুন আজ একটু ভারতের মহিলা শিল্পপতিদের খোঁজ নেওয়া যাক। যে লক্ষ্মীমন্ত নারীদের বাস্তবের লক্ষ্মী আখ্যা দিতেই পারি আমরা।
০৫১৫
সূচি মুখোপাধ্যায়: জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম লাইমরোডের প্রতিষ্ঠাতা এবং সিইও। এটি মহিলাদের জন্য ভারতের প্রথম বুটিক ফ্যাশন মার্কেটপ্লেস। ২০১২ সালে অঙ্কুশ মেহরা এবং প্রশান্ত মালিকের সঙ্গে এই প্রতিষ্ঠান শুরু করেন তিনি।
০৬১৫
প্রিয়া পল: এপিজে সুরেন্দ্র-র ডিরেক্টর এবং গ্রুপ ম্যানেজমেন্ট কমিটির সদস্য। এবং পার্ক হোটেলের চেয়ারপার্সন। বর্তমানে তিনি ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামের সদস্য, জাতীয় পর্যটন পরিষদের উপদেষ্টা এবং দক্ষিণ এশিয়া নারী তহবিলের চেয়ারপার্সন।
০৭১৫
গার্গী বন্দ্যোপাধ্যায় কৌল: ইলানস্ট্রিট ডট কম-এর প্রতিষ্ঠাতা এবং সিইও গার্গী বন্দ্যোপাধ্যায় কৌল। অ্যালগোরিদমের মাধ্যমে প্রত্যেককে ব্যক্তিগত ভাবে স্টাইলিস্ট এবং ওয়ার্ড্রোব কনসালট্যান্ট স্টাইলিংয়ের পরামর্শ দেওয়া হয় এই প্ল্যাটফর্মে।
০৮১৫
রিচা কর: জিভামে, বহুল জনপ্রিয় অনলাইন অন্তর্বাস কেনাকাটার প্ল্যাটফর্মের সহ প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও। ভারতে মহিলাদের অন্তর্বাস কেনা ঘিরে যে লুকোছাপা এবং অস্বস্তি, তা অনেকটাই দূর করতে সক্ষম হয় এই প্ল্যাটফর্ম।
০৯১৫
ঐশ্বর্যা বিশ্বাস: ঐশ্বর্যা বিশ্বাসের আউলি লাইফস্টাইল কনসালটেন্সি কলকাতার প্রথম মহিলা-নেতৃত্বাধীন ব্যবসায়িক উদ্যোগ, যেটি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে ফিনান্স করা হয়।
১০১৫
কিরণ মজুমদার শ: বেঙ্গালুরুর বায়োটেকনোলজি সংস্থা বায়োকন লিমিটেড এবং বায়োকন বায়োলজিক্স লিমিটেড-এর প্রতিষ্ঠাতা এবং এগজিকিউটিভ চেয়ারপার্সন। অন্য দিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এর প্রাক্তন চেয়ারপার্সন।
১১১৫
সুনীতা রেড্ডি: অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর। ভারতে প্রথম সরাসরি বিদেশি বিনিয়োগ আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
১২১৫
বিনীতা সিং: জনপ্রিয় ব্র্যান্ড সুগার কসমেটিক্সের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও। সম্প্রতি ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-তে বিচারকের ভূমিকায় ছিলেন তিনি। শিল্প জগতে বেশ পরিচিত মুখ।
গজল আলাঘ: দেশ জুড়ে খ্যাতি মামা আর্থ-এর প্রসাধন সামগ্রীর। আর এই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা হলেন গজল আলাঘ। ভারতের মহিলা ব্যবসায়ীদের মধ্যে তাঁর নাম প্রথম সারিতে। ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-র বিচারক হিসাবে বেশ জনপ্রিয়তা পান তিনিও।
১৫১৫
ব্যস্ত কর্পোরেট দুনিয়ায় দাপটে কাজ করা এই লক্ষ্মীমন্ত নারীরাই আজকের লক্ষ্মী। সাধে কি সংজ্ঞা বদলে গিয়েছে!