ভূতের সঙ্গে বাঙালির সম্পর্ক অনেক বছরের। আর তাই চতুর্দশীর প্রাক্কালে চোদ্দ শাক খেয়ে এবং চোদ্দ প্রদীপ জ্বালিয়ে, ভূতচতুর্দশী উদযাপনের হিড়িক দেখা যায় সকলের মধ্যে। কিন্তু শুধুই কি পৌরাণিক তত্ত্ব? নাকি বছরের এই সময় চোদ্দ শাক খাওয়ার পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও কারণ? এখানে রইল তার হদিস। জেনে নিন চোদ্দ শাকের অপার পুষ্টিগুণের কথা।