Know the effects of Shani on zodiac signs in November 2023 dgtl
Effects of Shani
শনির মার্গী! আপনি কোপে পড়বেন? নাকি ফুলে ফেঁপে উঠবেন? এই চারটি রাশির ভাগ্য শুভ
দুর্গাপুজোর পরেই কালীপুজোর সময় নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছেন শনি দেব। তাতে কোন কোন রাশি উঠবে ফুলে ফেঁপে? কাদের কপালই বা পুড়তে চলেছে, রইল এই প্রতিবেদনে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৩ ১৩:১৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
কথায় আছে কপালে শনি নাচছে। অর্থাৎ খারাপ কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা এই ধরনের কথা ব্যবহার করি। কিন্তু শনি যদি ঠিক জায়গায় অবস্থান করে, তা হলেই কিন্তু কেল্লা ফতে।
০২১১
এ বারে সেই রকম কিছু হতে চলেছে। কাল থেকে শুরু অক্টোবর মাস। আর ক’দিন পরেই শুরু দেবী পক্ষের। পুজো, হইচই, আনন্দ।
০৩১১
দুর্গাপুজোর পরেই কালীপুজোর সময় নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছেন শনি দেব। কী হবে তাঁর অবস্থান? কোন কোন রাশি উঠবে ফুলে ফেঁপে? কাদের কপালই বা পুড়তে চলেছে, রইল এই প্রতিবেদনে।
০৪১১
জ্যোতিষ শাস্ত্রে অনুসারে শনি হলেন কর্মফলের দেবতা। আপনি যেমন কর্ম করবেন, তেমন ফল পাবেন। শনি দেবতা রুষ্ট হলে তছনছ হয়ে যায় জীবন। তাই শনির বক্রী দৃষ্টিকে ভয় পান সকলে।
০৫১১
গত ১৭ জুন শুরু হয়েছিল শনির বক্রী চলন। বক্রী হয়ে আরও ক্ষমতা বৃদ্ধি পেয়েছে শনি দেবের। তাঁর বক্র দৃষ্টিতে জুন মাস থেকেই ক্ষতি হয়েছে অনেক রাশির জাতক জাতিকাদের।
০৬১১
শরীর খারাপ থেকে ব্যবসায় মন্দা, কর্মক্ষেত্রে উন্নতি না হওয়ার মতো নানা সমস্যার সম্মুখীন হয়েছেন তাঁরা। শনির এই বক্রী দশা থেকে মুক্তির অপেক্ষায় রয়েছেন সেই সব জাতক জাতিকারা।
০৭১১
আগামী ৪ নভেম্বর ২০২৩ রাত ১২টা ৩১ মিনিটে ছাড়তে চলেছে শনির বক্রী দশা। মার্গী হতে পারেন অথবা সোজা পথে ফিরতে পারেন শনি দেব।
০৮১১
এর পর শনি অবস্থান করবে কুম্ভ রাশিতে। ২০২৪ সালের ৩০ জুন অবধি এই রাশিতেই থাকবেন তিনি। ফলে উপকৃত হবেন এই চারটি রাশির জাতক জাতিকারা।
০৯১১
বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সুখবর। চাকরিজীবীদের উন্নতির আশা রয়েছে। যাঁরা ব্যবসা করেন, তাঁদেরও অনেক দিন আটকে থাকা কোনও কাজ হয়ে যেতে পারে।
১০১১
কুম্ভ রাশিতে শনির মার্গি হলে লাভবান হবেন মিথুন রাশির জাতক জাতিকারা। তাঁদেরও আর্থিক উন্নতির যোগ রয়েছে। লাভবান হবেন সিংহ রাশি, তুলা রাশি এবং ধনু রাশির জাতক জাতিকারাও।
১১১১
তবে শনির মার্গি দশাতে খারাপ সময় আসতে চলেছে কিছু রাশির জন্য। মকর, কুম্ভ, মীন, কর্কট এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সামনের সময় কঠিন হয়ে উঠতে পারে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।