Know the detail rituals of Bhaiphota 2024 and the ingredients of puja dish dgtl
Bhaiphota Rituals
ভাইফোঁটার আয়োজনে কী কী থাকে কাঁসার থালায়? আজই জেনে নিন ফোঁটা দেওয়ার সব নিয়ম কানুন
কাঁসার থালায় গঙ্গাজল, শিশির, তুলো, ধান, দূর্বা, গঙ্গাজল, প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ, নারকেল, মিষ্টি, সাজাতে হয়। ভাই বা দাদাকে ফোঁটা দেওয়ার সময়ে সামনে একটি প্লেটে পাঁচ রকম মিষ্টি এবং পাঁচ রকম ফল সাজিয়ে দেওয়া উচিত।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৭:০৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
ভাইফোঁটার অনুষ্ঠান নিয়ে চতুর্দিকে নানা রকম নিয়ম কানুন রয়েছে। দ্বিতীয়ার পুণ্যলগ্নে দিদি বা বোনেরা উপোস করে থেকে ভাই বা দাদাদের জন্য এই ভাইফোঁটার আয়োজন করে থাকে।
০২১২
ভাইফোঁটা পালনে দিদিরা ভাইদের জন্য তত্ত্ব সাজায় কাঁসার থালায়।
০৩১২
কী কী থাকে সেই থালায় সাজানো, এ ছাড়াও আর কী নিয়ম আছে ভাইফোঁটার– রইল সে সবের হালহদিশ।
০৪১২
ভাইফোঁটার উপকরণে সবার আগে চাই ভোরের শিশির। ভাইফোঁটার দিন ভোরে ঘুম থেকে উঠে, হেমন্তের সকালের প্রথম শিশির জোগাড় করে রাখতে হয়।
০৫১২
এর সঙ্গে লাগে চন্দন বাটা বা দই। কার্তিক মাসে দই দিয়ে ফোঁটা দেওয়া নিষিদ্ধ থাকে অনেক সময়ে। তাই চন্দন বাটাই শ্রেয়।