পুজোর ক’দিন আড্ডা, ঘোরাফেরা এবং হইহুল্লোড়ের মাঝে মনেই থাকে না বিজয়ার পর আবারও ফিরতে হবে পুরনো ছন্দে। অনেক তো হল আনন্দ, এ বার বই-খাতা নিয়ে বসতে হবে তো না কি? ব্যস অমনিই মুখ ভার? কিন্তু সন্তানদের বাবা-মায়েদের চিন্তার কোনও কারণ নেই। আপনার সন্তানের পড়াশোনায় মন বসবে খুব সহজেই। কেবল মাথায় রাখতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস্।
সমস্যা এবং কারণ প্রথমে বোঝার চেষ্টা করুন: ‘তারে জমিন পর’ ছবিটি দেখেছেন তো? ঈশান অবস্তির বাবা-মায়ের মতো এক ভুল আপনি করবেন না। ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে বসিয়ে রেখেও সন্তান পরীক্ষায় আশানুরূপ ফল আনতে ব্যর্থ? সমস্যাকে গোড়া থেকেই বোঝার চেষ্টা করুন। প্রতিটি সন্তানের সমস্যা আলাদা হয়। এর সমাধান মারধর নয়। সন্তানের সঙ্গে খোলামেলা ভাবে মিশতে শিখুন এবং তাঁর মুখ থেকেই জানুন কেন সে মনঃসংযোগে ব্যর্থ।