Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Vaastu tips

ধনতেরসে একত্রে দু’জনের পুজো, বাস্তু মেনে কী ভাবে লক্ষ্মী-গণেশ মূর্তি একসঙ্গে বসাবেন?

ধনতেরসের দিন নিয়ম-নীতি মেনে লক্ষ্মী-গণেশের পুজো করার রীতি রয়েছে। কিন্তু জানেন কি, বাস্তু মেনে কী ভাবে এবং কোথায় বসাবেন দেবী লক্ষ্মী এবং গণপতির মূর্তি?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৯:২১
Share: Save:
০১ ১০
ধনতেরসের দিন নিয়ম-নীতি মেনে লক্ষ্মী-গণেশের পুজো করার রীতি রয়েছে।

ধনতেরসের দিন নিয়ম-নীতি মেনে লক্ষ্মী-গণেশের পুজো করার রীতি রয়েছে।

০২ ১০
অনেকেরই বিশ্বাস, সঠিক ভাবে পুজো করা হলে লক্ষ্মী ও গণেশের আশীর্বাদ পাওয়া যায়।

অনেকেরই বিশ্বাস, সঠিক ভাবে পুজো করা হলে লক্ষ্মী ও গণেশের আশীর্বাদ পাওয়া যায়।

০৩ ১০
কিন্তু জানেন কি, বাস্তু মেনে কী ভাবে এবং কোথায় বসাবেন দেবী লক্ষ্মী এবং গণপতির মূর্তি?

কিন্তু জানেন কি, বাস্তু মেনে কী ভাবে এবং কোথায় বসাবেন দেবী লক্ষ্মী এবং গণপতির মূর্তি?

০৪ ১০
বাস্তু মত অনুযায়ী, মূর্তি দু’টিকে চেষ্টা করুন পূর্ব দিকে মুখ করে বসাতে। একান্তই যদি পূর্ব দিকে না বসাতে পারেন, তাহলে পশ্চিম দিকে বসান।

বাস্তু মত অনুযায়ী, মূর্তি দু’টিকে চেষ্টা করুন পূর্ব দিকে মুখ করে বসাতে। একান্তই যদি পূর্ব দিকে না বসাতে পারেন, তাহলে পশ্চিম দিকে বসান।

০৫ ১০
মনে করা হয়, সঠিক জায়গায় মূর্তি বসালে তা বাড়িতে ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়।

মনে করা হয়, সঠিক জায়গায় মূর্তি বসালে তা বাড়িতে ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়।

০৬ ১০
লক্ষ্মী সব সময়ে গণেশের বাঁ দিকে বসবেন। কারণ বিশ্বাস করা হয় বাঁ দিক সব সময়ে স্ত্রী-র জন্য থাকে।

লক্ষ্মী সব সময়ে গণেশের বাঁ দিকে বসবেন। কারণ বিশ্বাস করা হয় বাঁ দিক সব সময়ে স্ত্রী-র জন্য থাকে।

০৭ ১০
কেনার আগে মূর্তি দেখে নেবেন। তা যেন দাঁড়ানো অবস্থায় না থেকে বসা অবস্থায় থাকে।

কেনার আগে মূর্তি দেখে নেবেন। তা যেন দাঁড়ানো অবস্থায় না থেকে বসা অবস্থায় থাকে।

০৮ ১০
গণেশের মূর্তির শুঁড় যদি বাঁ দিকে বেঁকানো থাকে, তা হলে তা সৌভাগ্য বয়ে আনে।

গণেশের মূর্তির শুঁড় যদি বাঁ দিকে বেঁকানো থাকে, তা হলে তা সৌভাগ্য বয়ে আনে।

০৯ ১০
খেয়াল রাখবেন, লক্ষ্মী-গণেশের মূর্তি যে জায়গায় রাখবেন, সেই জায়গাগুলি যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে।

খেয়াল রাখবেন, লক্ষ্মী-গণেশের মূর্তি যে জায়গায় রাখবেন, সেই জায়গাগুলি যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে।

মূর্তি দুটি এমন জায়গায় রাখবেন, তার উচ্চতা যেন আপনার চোখের সমান অথবা তার থেকে একটু বেশি উচ্চতায় থাকে। এতে লক্ষ্মী-গণেশের প্রতি শ্রদ্ধা প্রকাশিত হয়।

১০ ১০
যথেষ্ট পরিমাণ আলো যেন ঘরে থাকে। ধূপ, ধুনো, প্রদীপ জ্বালাতে ভুলবেন না। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

যথেষ্ট পরিমাণ আলো যেন ঘরে থাকে। ধূপ, ধুনো, প্রদীপ জ্বালাতে ভুলবেন না। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE