হিন্দু শাস্ত্র মতে দীপাবলি বা দুর্গাপুজো অত্যন্ত শুভ উৎসব। সেই সঙ্গে কালীপুজো। কালীপুজোর রাতে অনেকেই বাড়িতে লক্ষ্মী পুজো করেন। সাধারণত এপার বাংলার মানুষদের মধ্যে কালীপুজোর দিনে লক্ষ্মীপুজো করার চল রয়েছে। কালী হোক বা লক্ষ্মী, যে কোনও পুজোর আগেই ঘর পরিষ্কার করে অলক্ষ্মী বিদায়ের রীতি রয়েছে হিন্দু বাড়িতে।