কালী পুজোর আগে মাথা ভর্তি নির্জীব, নিষ্প্রাণ চুল! এ ব্যথা সত্যিই ভোলার নয়। কিন্তু করবেন কী? পার্লারে যাওয়া মানেই তো এখন একগাদা টাকা খরচ। এ সব ভেবে যদি বাড়িতে বসে থাকেন, তা হলে আবার পুজো মাটি! ওই যে বুটিকের সেরা শাড়িটা কিনলেন, তার সঙ্গে যদি মানানসই হেয়ারস্টাইল না থাকে, তবে আর কীসের পুজোর সাজ! মুশকিল আসান হবে এ শহরেরই কিছু স্যালোঁ, যেখানে মনের মতো হেয়ার কাট পাবেন বাজেটের মধ্যেই।