০৬
১২
দেবীকে লোহার বাসনে ভোগ নিবেদন করবেন না।
০৭
১২
মা লক্ষ্মী শব্দ পছন্দ করেন না। তাই তাঁর পুজোয় ঢাক, ঢোল, কাঁসর, ঘন্টা বাজাতে নেই। এতে তিনি রুষ্ট হয়ে গৃহস্থবাড়ি ত্যাগ করেন।
০৮
১২
এই পুজোয় কালো পোশাক পরতে নেই। রঙিন পোশাক পরুন।
০৯
১২
যেখানে পুজো হচ্ছে, সেই জায়গা যেন পরিষ্কার-পরিছন্ন থাকে। ভাল করে ঘর পরিষ্কার করে আল্পনা দিয়ে মায়ের পুজো করুন।
১০
১২
মা লক্ষ্মীর প্রসাদে কখনও না বলতে নেই। একটু হলেও তাঁর প্রসাদ গ্রহণ করতে হয়।
১১
১২
দেবী লক্ষ্মীর প্রসাদে যেন মোয়া, মুড়কি, নাড়ু– এই সব থাকে। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)