Avoid buying these things on Dhanteras to save yourself from bad luck dgtl
Things to Buy on Dhanteras
ধনতেরসের দিন ভুলেও কিনবেন না এই জিনিসগুলি, হয়ে যেতে পারেন সর্বস্বান্ত
প্রথামাফিক, ধনতেরসের দিনে বাড়িতে সমৃদ্ধি আনতে সোনা বা রুপোর গয়না কেনা হয়। শুধু সোনা বা রুপোই নয়, নতুন বাসন, ঝাঁটা, গাড়ি, বাড়ি এবং বৈদ্যুতিক জিনিসও কেনা হয় এই দিনে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১২:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
মা লক্ষ্মী পূজিত হন ধনতেরসের দিনে। সংস্কৃত শব্দ ‘ধন’ এর অর্থ সম্পদ এবং ‘তেরস’ অর্থ তেরো। কৃষ্ণপক্ষের ১৩ দিনের মাথায় পালিত হয় এই ধনতেরস।
শুধু সোনা বা রুপোই নয়, নতুন বাসন, ঝাঁটা, গাড়ি, বাড়ি এবং বৈদ্যুতিক জিনিসও কেনা হয় এই দিনে।
০৪১৩
কিন্তু কিছু জিনিস আছে, যেগুলি ওই দিন কেনা থেকে বিরত থাকাই ভাল। কিনলে সংসারে হতে পারে চরম অশান্তি, হয়ে যেতে পারেন সর্বস্বান্ত। এ ছাড়া, আরও কিছু কাজও আছে, যেগুলি ধনতেরসে না করাই শ্রেয়।
০৫১৩
ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি এই সব কিনবেন না ধনতেরসে। কারণ এগুলি দুর্ভাগ্যের সঙ্গে সম্পর্কিত।
০৬১৩
প্লাস্টিকের জিনিস কিনবেন না, অথবা কোনও ভাঙা জিনিস বাড়িতে আনবেন না।
০৭১৩
কাচের বাসনপত্র অথবা কাচের তৈরি কোনও জিনিস এই দিনে কিনবেন না।
০৮১৩
কিনবেন না লোহার বাসন অথবা অন্য কোনও জিনিস।
০৯১৩
ইমিটেশনের গয়নাও এই দিনে না কেনাই ভালো।
১০১৩
ধনতেরসের দিন তেল অথবা ঘি কিনবেন না। বাড়িতে যদি এই দু’টি জিনিসের প্রয়োজন থাকে, তবে ধনতেরসের আগের দিন কিনে রাখুন।
১১১৩
কালো কাপড় এই দিন না পরাই ভাল।
১২১৩
কোনও উপহার আদান-প্রদান করবেন না ধনতেরসে। মনে করা হয়, উপহার দিলে সৌভাগ্যও প্রদান করা হয়।
১৩১৩
কোনও ব্যক্তির থেকে ধার নেবেন না এই দিনে। অথবা কাউকে ধার দেবেনও না। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।