Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Things to Buy on Dhanteras

ধনতেরসের দিন ভুলেও কিনবেন না এই জিনিসগুলি, হয়ে যেতে পারেন সর্বস্বান্ত

প্রথামাফিক, ধনতেরসের দিনে বাড়িতে সমৃদ্ধি আনতে সোনা বা রুপোর গয়না কেনা হয়। শুধু সোনা বা রুপোই নয়, নতুন বাসন, ঝাঁটা, গাড়ি, বাড়ি এবং বৈদ্যুতিক জিনিসও কেনা হয় এই দিনে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১২:২৯
Share: Save:
০১ ১৩
মা লক্ষ্মী পূজিত হন ধনতেরসের দিনে। সংস্কৃত শব্দ ‘ধন’ এর অর্থ সম্পদ এবং ‘তেরস’ অর্থ তেরো। কৃষ্ণপক্ষের ১৩ দিনের মাথায় পালিত হয় এই ধনতেরস।

মা লক্ষ্মী পূজিত হন ধনতেরসের দিনে। সংস্কৃত শব্দ ‘ধন’ এর অর্থ সম্পদ এবং ‘তেরস’ অর্থ তেরো। কৃষ্ণপক্ষের ১৩ দিনের মাথায় পালিত হয় এই ধনতেরস।

০২ ১৩
প্রথামাফিক, ধনতেরসের দিনে বাড়িতে সমৃদ্ধি আনতে সোনা বা রুপোর গয়না কেনা হয়।

প্রথামাফিক, ধনতেরসের দিনে বাড়িতে সমৃদ্ধি আনতে সোনা বা রুপোর গয়না কেনা হয়।

০৩ ১৩
শুধু সোনা বা রুপোই নয়, নতুন বাসন, ঝাঁটা, গাড়ি, বাড়ি এবং বৈদ্যুতিক জিনিসও কেনা হয় এই দিনে।

শুধু সোনা বা রুপোই নয়, নতুন বাসন, ঝাঁটা, গাড়ি, বাড়ি এবং বৈদ্যুতিক জিনিসও কেনা হয় এই দিনে।

০৪ ১৩
কিন্তু কিছু জিনিস আছে, যেগুলি ওই দিন কেনা থেকে বিরত থাকাই ভাল। কিনলে সংসারে হতে পারে চরম অশান্তি, হয়ে যেতে পারেন সর্বস্বান্ত। এ ছাড়া, আরও কিছু কাজও আছে, যেগুলি ধনতেরসে না করাই শ্রেয়।

কিন্তু কিছু জিনিস আছে, যেগুলি ওই দিন কেনা থেকে বিরত থাকাই ভাল। কিনলে সংসারে হতে পারে চরম অশান্তি, হয়ে যেতে পারেন সর্বস্বান্ত। এ ছাড়া, আরও কিছু কাজও আছে, যেগুলি ধনতেরসে না করাই শ্রেয়।

০৫ ১৩
ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি এই সব কিনবেন না ধনতেরসে। কারণ এগুলি দুর্ভাগ্যের সঙ্গে সম্পর্কিত।

ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি এই সব কিনবেন না ধনতেরসে। কারণ এগুলি দুর্ভাগ্যের সঙ্গে সম্পর্কিত।

০৬ ১৩
প্লাস্টিকের জিনিস কিনবেন না, অথবা কোনও ভাঙা জিনিস বাড়িতে আনবেন না।

প্লাস্টিকের জিনিস কিনবেন না, অথবা কোনও ভাঙা জিনিস বাড়িতে আনবেন না।

০৭ ১৩
কাচের বাসনপত্র অথবা কাচের তৈরি কোনও জিনিস এই দিনে কিনবেন না।

কাচের বাসনপত্র অথবা কাচের তৈরি কোনও জিনিস এই দিনে কিনবেন না।

০৮ ১৩
কিনবেন না লোহার বাসন অথবা অন্য কোনও জিনিস।

কিনবেন না লোহার বাসন অথবা অন্য কোনও জিনিস।

০৯ ১৩
ইমিটেশনের গয়নাও এই দিনে না কেনাই ভালো।

ইমিটেশনের গয়নাও এই দিনে না কেনাই ভালো।

১০ ১৩
ধনতেরসের দিন তেল অথবা ঘি কিনবেন না। বাড়িতে যদি এই দু’টি জিনিসের প্রয়োজন থাকে, তবে ধনতেরসের আগের দিন কিনে রাখুন।

ধনতেরসের দিন তেল অথবা ঘি কিনবেন না। বাড়িতে যদি এই দু’টি জিনিসের প্রয়োজন থাকে, তবে ধনতেরসের আগের দিন কিনে রাখুন।

১১ ১৩
কালো কাপড় এই দিন না পরাই ভাল।

কালো কাপড় এই দিন না পরাই ভাল।

১২ ১৩
কোনও উপহার আদান-প্রদান করবেন না ধনতেরসে। মনে করা হয়, উপহার দিলে সৌভাগ্যও প্রদান করা হয়।

কোনও উপহার আদান-প্রদান করবেন না ধনতেরসে। মনে করা হয়, উপহার দিলে সৌভাগ্যও প্রদান করা হয়।

১৩ ১৩
কোনও ব্যক্তির থেকে ধার নেবেন না এই দিনে। অথবা কাউকে ধার দেবেনও না। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

কোনও ব্যক্তির থেকে ধার নেবেন না এই দিনে। অথবা কাউকে ধার দেবেনও না। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE