Visit to Sreebhumi Sporting Club's Ganesh Puja in Ganesh Chaturthi 2023
Ganesh Puja in Kolkata
গণেশ পুজোর জৌলুসেও নজর কাড়ল শ্রীভূমি
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গণেশ পুজো। যার প্রাণপুরুষ হলেন মন্ত্রী সুজিত বসু। বিশাল আয়োজন। বিরাটাকার মূর্তি। প্রায় ১২০০ জনের ভোগের ব্যবস্থা এখানে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
কলকাতার পুজো মানেই যেন আজকাল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দুর্গা পুজো তো বটেই, তবে কম যায় না এঁদের গণেশ পুজো।
০২১০
দুর্গা পুজোর মতোই এই পুজোর প্রাণপুরুষ হলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তাঁর তত্বাবধানেই আজ এই গণেশ পুজো এত বড় করে হচ্ছে বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা। তিনিই এই পুজোর সভাপতিও।
০৩১০
ক্লাবের ভিতরেই আয়োজন করা হয় পুজোর। বিশাল গণেশ মূর্তিকে সাজানো হয়েছে ফুলের সাজে।
গাঁদা ফুলের মালা থেকে জুঁই, ডালিয়া রয়েছে সব কিছুই। রঙ্গোলির মধ্যে আবার বসানো রয়েছে তরোবারি হাতে একটি মূর্তি।
০৬১০
তিনি কিন্তু আর কেউ নন, গণেশের বাহন ইঁদুর। পরনে তাঁর লাল রঙের চেক চেক স্কার্ট এবং সবুজ রঙের ফুল হাতা জামা।
০৭১০
সিদ্ধিদাতার পরণে রয়েছে নীল কাপড়। হাতে বড় মোদক। তিনি এখানে সিংহাসনে আসীন। আবার হাতলেও রয়েছে সিংহের মুখ।
০৮১০
আলপনার সাজে সেজে উঠেছে মূর্তির সামনের অংশও। আবার রঙ্গোলির মধ্যে বসানো রয়েছে লাড্ডু এবং মোদকের থালা।
০৯১০
তরবারি হাতে যেন প্রভুর ভোগ পাহারা দিচ্ছেন তিনি।
১০১০
সদস্যদের জানাচ্ছেন, গত তিন বছর ধরে এমন বড় করে পুজোর আয়োজন করা হচ্ছে। এখন গণেশ পুজোয় প্রায় ১২০০ জনের ভোগের ব্যবস্থা থাকে। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।