মূলত বৈশাখীর ইচ্ছায় গণেশ চতুর্থীতে এই পুজো করছেন তাঁরা।
০৬১০
যবে থেকে শোভন-বৈশাখী এক সঙ্গে বসবাস করছেন, তত বছর তাঁরা এই গণেশ পুজো করছেন বাড়িতে।
০৭১০
তবে এবার পুজোর প্রায় সব কিছুই মেয়ে মহুলের আগ্রহে হয়েছে।
০৮১০
যেমন, এই পুজোয় অভ্যাগত সব পুরুষ-মহিলার 'ড্রেস কোড' ছিল, যার রং ছিল গোলাপী, সেই সবও বৈশাখীর মেয়ের ঠিক করে দেওয়া।
০৯১০
পুজোয় মা মেয়ের সাজও ছিল বেশ মিল। একই রঙের একই ধরনের শাড়ি। আটপৌরে ভাবে পরা। মাথায় একই গোলাপী রঙের ফুল।
১০১০
পুরোহিত অবশ্য ছিলেন লাল পোশাকে। তাঁর সহকারীরা সাদা পোশাকে। গণেশ পুজো শেষে শোভন-বৈশাখী, মেয়ে মহুলসহ উপস্থিত সব ভক্তদের কপালে লাল টিকা পরিয়ে দেন পুরোহিত।