দেশের নানা রাজ্যে এই পুজোর নানা নাম। গণেশ চতুর্থী, বিনায়ক, লম্বোদরা, গণপতি, বিঘ্নহর্তা-সহ আরও কত কী! মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, গোয়া, কেরল, তেলঙ্গানা, অন্ধ্র, পশ্চিমবঙ্গ, ওড়িশা, গুজরাতে মহা ধুমধামে হয় গণেশ পুজো। কোন ১০টি শহর টেক্কা দেয় গণপতির পুজোর সংখ্যা ও আড়ম্বরে? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।