১. মেদবহুল চোখের সাজ: বলিউড থেকে টলিউড, মেদবহুল চোখের ছড়াছড়ি। আলিয়া ভট্ট কিংবা প্রিয়াংকা চোপড়ার মোহময়ী চোখও এই গোত্রেরই। সাধারণত এ-ধরনের চোখে মেক-আপের ক্ষেত্রে ভিত্তি (বেস) হিসেবে কোনও গাঢ় রং বেছে নেওয়া জরুরি। তারপর ত্বকের রং অনুযায়ী একটি আইশ্যাডোর প্রলেপ মায়াবী করে তুলতে পারে আপনার চোখ। এর উপর ফক্সি ভঙ্গিমার আইলাইনার বা কাজল ব্যবহার করতে পারেন। চোখের দু'কোণে সামান্য হাইলাইটারের ব্যবহার, সাজে এক অন্য মাত্রা দেবে।
২. গোলাকৃতি চোখের সাজ: দীপিকা পাডুকোনের গোলাকৃতি চোখের নেশায় বুঁদ আট থেকে আশি। নিজের চক্ষুসজ্জায় সেই জাদু আনতে বেছে নিন সাহসী চোখের সাজ। বাদামি রঙের আইশ্যাডোর উপর বিড়াল শৈলী (ক্যাট স্টাইল) আই লাইনারের টান, উত্তেজনা তৈরি করতে পারে চারপাশে। গম রঙা ত্বক হলে, পিচ আইশ্যাডোর সঙ্গে সাহসী ভঙ্গিমায় কাজল পরতে পারেন।
৩. কাঠবাদামী চোখের সাজ: কঙ্কনা সেন শর্মার টানা টানা কাঠাবাদামী চোখের দৃষ্টি, অনেক পুরুষের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। যাদের কাঠাবাদামী চোখ, ধোঁয়াটে (স্মোকি আই) চক্ষুসজ্জার সঙ্গে পাখির ডানার মতো আইলাইনের যুগলবন্দি উত্তাপ ছড়াতে পারে তাদের চৌহদ্দিতে। তবে ন্যুড আইশ্যাডোর সঙ্গে, চোখের পাপড়িতে হালকা মাস্কারাও, এসব চোখে বেশ মানানসই।
১০. ছক ভাঙা চক্ষুসজ্জা: আর প্রথা ভাঙতে চাইলে দিব্যি বেছে নিতে পারেন লাল-কমলা-হলুদ কিংবা নীল রঙের আইলাইনার। ঋতুপর্ণ ঘোষ 'গানের ওপারে'র পুপেকে সাজিয়ে তুলেছিলেন সামান্য একটি কাজল আর কয়েকটি আঙুলের স্পর্শে। তেমনই, অনেক সময় অভিধান ভাঙলেও এমন কিছু সৃষ্টি হতে পারে, যা আপনাকে পৌঁছে দেবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তাই অষ্টমীর অঞ্জলিই হোক বা নবমীর সান্ধ্য-আড্ডা, নিজের পছন্দ মতো চোখের সাজ বেছে নিয়ে হয়ে উঠুন অনন্যা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy