know how Raghav Chadda and Parineeti Chopra's wedding outfits set Pujo fashion trend in pastel minimalistic fashion dgtl
Raghav-Parineeti Wedding
দুর্গাপুজোর আগে বলিপাড়ায় নতুন শিব-পার্বতী জুটি হলেন রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়া!
বিয়ে করলেন রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়া! কেমন ছিল বিয়ের সাজ? এই পুজোয় নিজের সাজে আভিজাত্য ও হাল ফ্যাশনের ছোঁয়া রাখতে এক ঝলকে দেখে নিন কোন ধরনের সাজ ফ্যাশন দুনিয়া কাঁপাবে এই বছরের পুজোর আগের সাজের ট্রেন্ড?
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
তাঁদের বিয়ে নিয়ে সারা দেশের সংবাদ মাধ্যমে আলোচনার শেষ ছিল না। কবে, কোথায় বিয়ে, কী পরছেন বর ও কনে, অতিথিদের তালিকায় থাকছেন কারা, জল্পনা ও কল্পনা থেকে বাদ ছিল না কিছুই। অবশেষে বহু আলোচিত দম্পতি রাঘব-পরিণীতি বিয়ে সারলেন।
০২১৩
আপনিও কি পুজোর সময় এই রকম লুক পেতে চান? এই পুজোয় নিজের সাজে আভিজাত্য ও হাল ফ্যাশনের ছোঁয়া রাখতে এক ঝলকে দেখে নিন কোন ধরনের সাজ ফ্যাশন-দুনিয়া কাঁপাবে এই বছরের পুজোর আগের সাজের ট্রেন্ডে!
০৩১৩
মে মাসে বাগদান সেরে ফেলার পরেই তাঁদের সম্পর্ক নিয়ে বহু লেখালেখি হয়ে চলেছে। দুধ সাদা ও হালকা গোলাপী থিমের বাগদানের সাজের পাশাপাশি, কিছু মিষ্টি মুহুর্ত, সমাজ মাধ্যমের কোণায় কোণায় ঘুরে বেরিয়েছে। দুজনেই ছিমছাম অভিজাত সাজে মন জিতেছিলেন সবার।
০৪১৩
উদয়পুরের পিছোলা হ্রদের ধারে বিয়ের মণ্ডপ সাজিয়ে চার হাত এক হল তাঁদের রবিবার সেপ্টেম্বরের বেলায়। তবে তার আগের দিনে রাতেই ধুমধাম করে সঙ্গীতের অনুষ্ঠান পালন করেছেন দু’জন।
০৫১৩
সঙ্গীতের অনুষ্ঠানে গোলাপী শাড়ি, ব্লাউজ ও সিঁদুরের হালকা চিহ্ন, তাতেই নজর কেড়েছেন পরিণীতি। সঙ্গে রাঘব চাড্ডার পর ছিল কালো টাক্সিডো, উজ্জ্বল ছিলেন দু’জনেই।
০৬১৩
তবে বিয়ের দিনের সাজে নতুনত্ব তেমন কিছু ছিল না বললেই চলে। ইদানীং বলিউডের বিয়ের রীতিতে ভারী কারুকাজ করা নরম রঙের লেহেঙ্গার বিশেষ চল হয়েছে। বর ও কনে মিলিয়ে একই থিমের মানানসই পোশাক পরেন সবাই, অন্যথা হয়নি।
০৭১৩
পরিণীতি পরেছেন পোশাকশিল্পী মণীশ মলহোত্রর সাদা ও সোনালী কারুকাজ ও নকশার লেহেঙ্গায় সেজেছিলেন তিনি। ভারী পাথরের হালকা রঙের গয়নায়, বিয়ের কনের সাজ ছিল বেশ ছিমছাম।
০৮১৩
চমক ছিল তাঁর ওড়নাতেও। সাদা স্বচ্ছ ওড়নায় সোনালি জরির সুতো দিয়ে ‘রাঘব’ বুনে তোলা হয়েছে। রবিবার রাত পেরিয়ে সোমবার সকালে নিজের নিজের সমাজমাধ্যমের পাতায় দু’জনেই এক সঙ্গে প্রকাশ করেছেন তাঁদের বিয়ের বাছাই করা কিছু মুহূর্ত। বহু আলোচিত সেই ছবিগুলি নিয়ে এর মধ্যেই দেশ জুড়ে শুরু গিয়েছে আলোচনা ও সমালোচনা।
০৯১৩
তবে অনেকে তির্যক মন্তব্য করতেও ছাড়ছেন না। বাস্তবতই, বলিপাড়ার বিয়ের সাজে বেশ একঘেয়েমি এসে গিয়েছে। যে ছকভাঙা সাজ শুরু হয়েছিল অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির হাত ধরে, এই বছরের বেশ কিছু তারকার বিয়েতেই সেই ধারার এক রকম ধাঁচ দেখা যাচ্ছে।
১০১৩
পরিণীতির বিয়ের সাজের সঙ্গে আলানা পান্ডে, কিয়ারা আডবাণী, আলিয়া ভাট বা আথিয়া শেট্টী, সবার বিয়ের সাজেরই বিশেষ মিল পাওয়া যাচ্ছে।
১১১৩
তা হলে কি পাথর- সিক্যুইন বসানোস এক রঙা কারুকাজ করা প্যাস্টেল শেডের লেহেঙ্গা বা শাড়িই এই বছরের পুজোর আগের ফ্যাশন ট্রেন্ড?
হাতে তো আর বেশি সময় নেই! পুজোর সময় এই রকম অভিজাত এবং ছিমছাম লুক পেতে হলে গড়িয়াহাট বা কলকাতার নানা জায়গায় বড় বড় দোকান বা পোশাক-শিল্পীদের কাছে অর্ডার করে দিন। পুজোয় আপনার সাজই তা হলে মণ্ডপে হবে সব থেকে নজর কাড়া।