গর্ভাবস্থায় শারীরিক গঠনের পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। তাই বলে ফ্যাশন থেমে থাকবে কেন? অভিনেত্রী রাধিকা আপ্তেকে দেখুন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই লন্ডনের চলচ্চিত্র উৎসবে তাক লাগিয়েছেন তিনি। কোনও রকম রাখঢাক নয়, মেদহীন শরীরে বেবিবাম্প স্পষ্ট! তবুও কালো পশ্চিমি পোশাকে আত্মবিশ্বাসী রাধিকা। উৎসবের মরসুমে আপনিও কি অন্তঃসত্ত্বা? আপনিই বা কোনও অংশ কম কোথায়? বডিকন ড্রেস না-ই পরলেন। ঢিলেঢালা বা আরামদায়ক পোশাকের মধ্যেও কিন্তু রয়েছে একাধিক স্টাইলিশ বাছাই। রইল অন্তঃসত্ত্বাদের উৎসব-সাজের টিপস্।