শুরুটা হয়েছিল তিরিশ বছর আগে। উদ্দেশ্য ছিল কবিতা, সাহিত্যকে তাঁদের কাছে পোঁছে দেওয়া, যাঁরা এ রসে বঞ্চিত। বাংলা সাহিত্যকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এগিয়ে নিয়ে যাওয়ার এই অভিনব পরিকল্পনায় চৈতালি দাশগুপ্ত সে দিন পাশে পেয়েছিলেন কবি-সাহিত্যিকদের। টি-শার্টে লেখা সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা দিয়ে শুরু হয়েছিল ‘শ্রাবস্তী’র পথচলা।