পুজোর চারটে দিন প্রাণ ঢেলে সাজুন, আর হাতে রাখুন পুজোর সময় কোন কোন লুকে সাজতে পারেন তার কিছু টিপস।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
ব্যস্ততার মাঝে কেটে যায় সারা বছর। বহু অপেক্ষার পরে তাই পুজোর কয়েকটা দিন যেন নিজের মতো সময় কাটানোর অজুহাত। সঙ্গে যদি থাকে মনের মতো সাজগোজ করার সুযোগ, তা হলে আর কীই বা চাই! পুজোর চারটে দিন প্রাণ ঢেলে সাজুন। রইল পুজোর সময় কোন কোন লুকে সাজতে পারেন, তার কিছু টিপস।
০২১১
পঞ্চমীতে কী পরবেন, ভেবে পাচ্ছেন না? চিন্তা কিসের? এই পুজোয় কিনে ফেলুন সাদা ন্যুডল স্ট্র্যাপ বা ট্যাঙ্ক টপ। সঙ্গে পরুন কালো রঙের শ্রাগ।
০৩১১
হাল্কা মেক আপ, আর নাটকীয় আইলাইনারে সাজকে দিন অন্য মাত্রা।
০৪১১
বন্ধুদের সঙ্গে ষষ্ঠীর দুপুরে দেদার আড্ডার প্ল্যান। ক্যাজুয়াল কিছু পরতে চাইলে কালো হাল ফ্যাশনের টপের সঙ্গে বড় ঢোলা শার্ট জমে যাবে কিন্তু।
০৫১১
কানে বড় দুল, আর ঠোঁটে হাল্কা লিপস্টিকের ছোঁয়া। সাজকে করে তুলুন মোহময়ী।
ধুসর-নীল রঙের লম্বা ড্রেসের সঙ্গে থাক নীলচে আইশ্যাডো। সঙ্গে হাতে রুপোলি চুড়ির সেট কিংবা ব্রেসলেট। সাজ আরও আকর্ষণীয় করে তুলতে গলায় পরুন ভারী লম্বা রুপোলি হার।
০৮১১
অষ্টমীতে শাড়ির সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার ছোঁয়া চান? হ্যান্ডলুমের শাড়ির সঙ্গে স্লিভলেস ম্যাচিং ব্লাউজে বাজিমাত!
০৯১১
ভারী কাজলের সঙ্গে লাল বা মেরুন লিপস্টিক পরে নিন শাড়ির সঙ্গে মানিয়ে। গলায় বা কানে ম্যাচিং গয়না আর বিডসের হার। ব্যস!
১০১১
নবমীর রাতের লুক হোক সাহসী। ডিপ ভি গলার মেরুন ন্যুডল স্ট্র্যাপ ড্রেসের সঙ্গে রঙিন মুক্তো বা রুপোলি বিডসের হার থাক গলায়।
১১১১
লুককে আরও ধারালো করে তুলতে চাই স্মোকি আইশ্যাডো। সঙ্গে পরুন ন্যুড লিপস্টিক।