Durga Puja 2022: Priyanka Sarkar in pujo attire dgtl
Durga Puja 2022
নজরকাড়া পুজোর সাজে প্রিয়ঙ্কার চমক
শারদীয়ার সুর মানেই নিজেকে নতুন করে চেনা, যে সুর তরঙ্গ তুলেছে প্রিয়ঙ্কা সরকারের মনেও।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
পুজোর রং মনের আনাচকানাচে। দূর থেকে ভেসে আসে ঢাকের বোল, শরতের মিঠে গন্ধ। শারদীয়ার সুর মানেই নিজেকে নতুন করে চেনা। যে সুর তরঙ্গ তুলেছে প্রিয়ঙ্কা সরকারের মনেও।
০২১৬
সবুজ কাফতান স্টাইলের কুর্তা আর একই প্রিন্টের পালাজোতে প্রিয়ঙ্কার বাঁধনছাড়া মনোভাব ফুটে ওঠে অন্য ভাবে।
০৩১৬
চোখে কালচে বাদামি স্মোকি আইশ্যাডো। কানে বড় দুল। প্রিয়ঙ্কা পুজোর জন্য তৈরি যেন আরও নজরকাড়া।
০৪১৬
পায়ে কালো পাম্পস আর খোলা চুলে তাঁর রূপ যেন আরও নজরকাড়া।
০৫১৬
অভিনেত্রীর চোখের ইশারায় উষ্ণ আবেদন সবুজ রঙা সাজকে করে তোলে আরও মোহময়ী।