Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

ananda utsav 2022

লেমনেড শাড়ি থেকে আর্চি, এ বার পুজোর সাজে নজরকাড়া পাওলি

সাবেক সাজে একটু অন্য রকম ভাবে নজরকাড়া হয়ে উঠতে চোখ রাখুন পাওলির দুর্দান্ত লুকে।

আনন্দ উৎসব ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ১২:৫০
Share: Save:
০১ ১২
দেখে মনে হতেই পারে এ আবার কেমন শাড়ি! প্রত্যেক শাড়ির মতো এরও আছে এক বিশেষ গল্প।  এই গল্প বোনা হয়েছে 'শুভা ডিজাইন স্টুডিয়ো 'তে। আর গল্পের নায়িকা হলেন পাওলি।

দেখে মনে হতেই পারে এ আবার কেমন শাড়ি! প্রত্যেক শাড়ির মতো এরও আছে এক বিশেষ গল্প। এই গল্প বোনা হয়েছে 'শুভা ডিজাইন স্টুডিয়ো 'তে। আর গল্পের নায়িকা হলেন পাওলি।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

০২ ১২
 বিগত ১০০ বছরে বিশ্ব জুড়ে যত বিজ্ঞাপন হয়েছে, তাদের সবার ট্যাগ লাইন ব্যবহার হয়েছে এই শাড়ির প্রিন্টে।

বিগত ১০০ বছরে বিশ্ব জুড়ে যত বিজ্ঞাপন হয়েছে, তাদের সবার ট্যাগ লাইন ব্যবহার হয়েছে এই শাড়ির প্রিন্টে।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

০৩ ১২
 এই ধরনের শাড়ির সঙ্গে সাধারণ ক্রপ টপ বেশ মানানসই। স্টাইল হবে পাওলির মতই 'এফর্টলেস'। এই ভাবনার নেপথ্য কারিগর হলেন ডিজাইনার শুভা মিত্র ও পুনম মল্লিক।

এই ধরনের শাড়ির সঙ্গে সাধারণ ক্রপ টপ বেশ মানানসই। স্টাইল হবে পাওলির মতই 'এফর্টলেস'। এই ভাবনার নেপথ্য কারিগর হলেন ডিজাইনার শুভা মিত্র ও পুনম মল্লিক।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

০৪ ১২
সাবেক শাড়ির ধারণা বদলে দেবে 'শুভা ডিজাইন স্টুডিয়ো'র এই লেমনেড শাড়ি।

সাবেক শাড়ির ধারণা বদলে দেবে 'শুভা ডিজাইন স্টুডিয়ো'র এই লেমনেড শাড়ি।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

০৫ ১২
এই শাড়ির অর্ধেক ভাগ কমলা ও ওয়াইন রঙের। বাকি অংশটি লেমন প্রিন্টের। ব্যবহার হয়েছে প্রাকৃতিক রং।

এই শাড়ির অর্ধেক ভাগ কমলা ও ওয়াইন রঙের। বাকি অংশটি লেমন প্রিন্টের। ব্যবহার হয়েছে প্রাকৃতিক রং।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

০৬ ১২
একা হাতে ঘরে-বাইরে অনেক কাজই সামলান আজকের নারী। তাই শাড়ি পরার বিশেষ ধরনটিতে গুরুত্ব দিয়েছেন ডিজাইনার শুভা মিত্র ও পুনম মল্লিক। স্মার্ট লুক আনতে, লম্বা আঁচল ব্যবহার করা হয়েছে স্কার্ফের ধাঁচে।

একা হাতে ঘরে-বাইরে অনেক কাজই সামলান আজকের নারী। তাই শাড়ি পরার বিশেষ ধরনটিতে গুরুত্ব দিয়েছেন ডিজাইনার শুভা মিত্র ও পুনম মল্লিক। স্মার্ট লুক আনতে, লম্বা আঁচল ব্যবহার করা হয়েছে স্কার্ফের ধাঁচে।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

০৮ ১২
হৃদয়ের নানা রং। উৎসবের আমেজ ছড়িয়ে দিতে শাড়ি চাই রঙিন।

হৃদয়ের নানা রং। উৎসবের আমেজ ছড়িয়ে দিতে শাড়ি চাই রঙিন।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

০৯ ১২
স্টাইল হোক আরামদায়ক! সাবেকি ধরন ছেড়ে তাই স্কার্টের মতো করে শাড়ি পরেছেন পাওলি।

স্টাইল হোক আরামদায়ক! সাবেকি ধরন ছেড়ে তাই স্কার্টের মতো করে শাড়ি পরেছেন পাওলি।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার, স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

১০ ১২
ব্লাউজ নয়, শাড়ির সঙ্গে এখন নতুন যুগলবন্দি ক্রপ টপের।

ব্লাউজ নয়, শাড়ির সঙ্গে এখন নতুন যুগলবন্দি ক্রপ টপের।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার, স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

১১ ১২
কমিক বইয়ের আর্চি এ বার হাতে তৈরি ফ্যাব্রিক ও স্পেশাল প্রিন্টে ।

কমিক বইয়ের আর্চি এ বার হাতে তৈরি ফ্যাব্রিক ও স্পেশাল প্রিন্টে ।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

১২ ১২
শাড়ির স্টাইল হবে ড্রেসের মত, সঙ্গে কোমরে থাকবে বেল্ট। সকলে যেন নতুন ভাবে সেজে উঠতে পারে- শুভা ডিজাইন স্টুডিয়োর উদ্দেশ্য সেটাই।

শাড়ির স্টাইল হবে ড্রেসের মত, সঙ্গে কোমরে থাকবে বেল্ট। সকলে যেন নতুন ভাবে সেজে উঠতে পারে- শুভা ডিজাইন স্টুডিয়োর উদ্দেশ্য সেটাই।

ছবি সৌজন্যে দেবর্ষি সরকার , স্টাইলিং ও মেকআপ শিল্পী অনিরুদ্ধ চাকলাদার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE