Durga Puja 2022: new chemistry between Prasenjit and Rachana on anandabazar online dgtl
Celebrity Puja Fashion
ঋতুপর্ণা না কি রচনা, এ বার বুম্বাদার পুজো জমবে কার সঙ্গে?
আনন্দবাজার অনলাইনের ‘আনন্দ উৎসব’-এ প্রসেনজিৎ-রচনার নতুন রসায়ন।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ২১:০৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
‘আমিই ইন্ডাস্ট্রি’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেই একা হাতে সামলে দেওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ থেকে ‘বাবা কেন চাকর’। এখনও ‘মনের মানুষ’ থেকে ‘আয় খুকু আয়’- সবটাই তাঁঁকে ঘিরে।
০২১৬
ছবির জগতে রচনা বন্দ্যোপাধ্যায়েরও লম্বা সফর। টলিউড থেকে বলিউড। আবার ফিরে আসা টলিউডে। এখন তো ছোট পর্দাতেও তিনি সবার প্রিয় ‘দিদি’।
০৩১৬
জুটিতে কাটিয়েছেন কয়েক দশক। জানা গেল রচনার তাড়াতেই নাকি বুম্বাদা ঠিক ১১টায় হাজির আইটিসি রয়্যাল বেঙ্গলে।
০৪১৬
কী ভাবে সাজবেন? কী পরবেন? ঠিক করলেন দু’জনে মিলে।
০৫১৬
‘ভালবাসি শুধু তোমাকে’। আইটিসিতে পুজোর শ্যুটে এটাই কি রচনা-প্রসেনজিতের মনের কথা?
০৬১৬
প্রয়াত ডিজাইনার শর্বরী দত্তের ছেলে অমলিন দত্তের নকশায় সূক্ষ্ম কাজের পাঞ্জাবি –ধুতি। চির সবুজ প্রসেনজিৎ। রচনা নিজস্ব কালেকশন রচনা’স -এর গোলাপ কাঁথার ব্যাঙ্গালোর সিল্কে অনন্যা।
০৭১৬
কতটা কাছের মানুষ রচনা? মিষ্টি হেসে বুম্বাদার উত্তর, “ওকে আদর করতে পারি সবার সামনে।”
০৮১৬
আর রচনার মনের কথা? “দেবদাস হলে পার্বতী হব আমি, আর বুম্বাদা দেবদাস!”
০৯১৬
“রচনা ভরসা করে আমার উপরে। তাই তো এত কাছে আসতে পারি, প্রয়োজনে বুকের মধ্যে আগলেও রাখতে পারি। কি, তাই না?” আত্মবিশ্বাসী প্রসেনজিৎ।
১০১৬
দূরে থাকলেও এ জুটি ঠিক নজর কাড়ে!
১১১৬
চার দেওয়ালের ফটোশ্যুটেও প্রসেনজিৎ-রচনা যেন মুক্ত পাখি। বাইরে তখন অঝোর বৃষ্টি। ভিজতে চায় দু’টি মন। প্রবল বৃষ্টির মাঝেই ছাউনির নীচে শ্যুটিং। ভিজে সারা হয়েই কি আরও কাছে আসার প্রশ্রয়?
১২১৬
কালচে নীল-সবুজের অঙ্গরাখা, সঙ্গে কালো ঢোলা পাজামা…অমলিন দত্তের অসাধারণ ডিজাইনের সঙ্গে রচনার নীল-লাল পুজো পুজো সাজ। পুজো মানেই যে আবার প্রেমে পড়া!
১৩১৬
পুজো মানে আরও অনেক কিছু। নতুন গান, নস্টালজিয়া, ফিরে ফিরে দেখা প্রেম।
১৪১৬
আইটিসি রয়্যাল বেঙ্গলে ফটোশ্যুটের সময়, সেই নস্টালজিয়ায় বার বার ফিরে যাচ্ছিলেন তাঁরা। ক্যামেরার ভিউ-ফাইন্ডারে সেই ছবি উস্কে দিচ্ছিল পুরনো কত স্মৃতি।