A romantic day out of imon nilanjan before durga puja dgtl
Iman Chakraborty
পুজো কাটবে একাকিত্বে! বিরহ ভুলতে আগেই দাম্পত্যের নতুন রসায়নে ইমন-নীলাঞ্জন
ইমন-নীলাঞ্জনের দাম্পত্যের নতুন রসায়নের সাক্ষী থাকল আনন্দবাজার অনলাইন।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৯
পুজোর সময় কলকাতায় ইমনকে ছাড়া থাকার কোনও মানেই হয় না। একাকীত্ব ভুলতে পুজোয় পঞ্জাবে যাওয়ার প্ল্যান করছে নীলাঞ্জন।
০২১৯
জুলাইতেও লাস ভেগাসে অনুষ্ঠান করতে গিয়েছিল ইমন, সেই সময় উত্তরপ্রদেশ সফরে ছিল নীলাঞ্জন। ইমনকে ছাড়া ওই সময়টুকু নিজের মত করে কাটিয়ে নেওয়া। আরও একটা কারণ অবশ্য আছে।
০৩১৯
গরম, রোদের তাপ সহ্য করতে পারে না ইমন। পাহাড়ই ওর বেশি পছন্দ। যেখানে গরম, সেখানে ঘুরতে যেতে হলে একাই প্ল্যান করতে হবে, এত দিনে এটা জেনে গিয়েছে নীলাঞ্জন।
০৪১৯
তাই বলে পুজোর সময় কলকাতা ছেড়ে পঞ্জাবে? বেশ অবাক করা ব্যাপার। রহস্যের জট খুললো নীলাঞ্জন নিজেই।
০৫১৯
বাড়ির নীচেই দুর্গাপুজোর প্যান্ডেল। ভোর চারটে থেকে রাত বারোটা পর্য়ন্ত ঢাকের আওয়াজ, মাইকের গান শুনতে হয়।
০৬১৯
ছোটবেলা থেকে একই গল্প। এখন আর ভাল লাগে না। ছুটির ক’টা দিন একটু নিরিবিলি, একান্তে সময় কাটাতে চায় মন।
০৭১৯
পুজোর শপিংও তাই কলকাতা থেকে দূরে, চন্দননগরে। ‘১৪৫ ইস্ট’-এ। সারাদিন কেনাকাটা সঙ্গে, একান্তে সময়যাপন।
০৮১৯
সনাতনী গামছা পোশাক ইমনের খুব পছন্দ। সেই খোঁজেই কলকাতা থেকে চন্দননগরে আসা। নীলাঞ্জনও গামছার ধুতি-পঞ্জাবি পরুক, এমনটাই চায় ইমন। দু’জনেই বেছে নিয়েছে চার ধরনের পোশাক।
০৯১৯
লম্বা বারান্দার এক কোণে বা একসঙ্গে হেঁটে যাওয়া, সঙ্গে টুকরো কথা, পরস্পরের আরও কাছে আসা, একটু ছুঁয়ে দেখা।
১০১৯
বেগুনী রংয়ের ক্রপ টপ ও সঙ্গে গামছার ফ্রিল দেওয়া কালো র্যাপ স্কার্টে ইমন, নীলাঞ্জন পরেছে গামছা প্যাচের কালো শার্ট ও প্লিটেড কালো ধুতি।
১১১৯
দত্তবাড়ির আলপনা আঁকা লাল সিমেন্টের সিঁড়িতে কোথাও যেন ছোটবেলার স্মৃতির ছোঁয়া। সেখানে বসেই শুরু হল গল্প, ছোটবেলাকে ফিরে দেখা, আরও গভীরে যাওয়া। যুগলের পোশাকে তখন আগাম আগমনী।
১২১৯
সাদা-লাল গামছার কাফতানের সঙ্গে-সাদা ও লাল গামছা চেকের পালাজো ইমনের পছন্দ। নীলাঞ্জন পরেছে গামছা চেকের বর্ডার দেওয়া সাদা ধুতি, সঙ্গে লাল গামছা চেকের শর্ট কুর্তা। ঠিক যেন অষ্টমীর সকাল।
১৩১৯
মেঘলা আকাশ,পুরনো বাড়ির দাওয়া, পাশে সবুজ ঘেরা বাগান, এমন পরিবেশে মুগ্ধ ইমন। মন আজ বাউল। গলায় নতুন সুর। ইউকুলেলে নিয়ে পাশে নীলাঞ্জন। পোশাকেও একই ছন্দ।
১৪১৯
লাল গামছা চেকের লং-স্কার্টের সঙ্গে ইমন পরেছে প্রায় একই রকম ব্লাউজ টপ। নীলাঞ্জন পরেছে লাল-সাদা গামছা চেকের কুর্তা। ধুতিতে ধূসর ও লাল চেকের দুরন্ত কম্বিনেশন।