দুর্গাপুজো মানেই শাড়ি। অষ্টমীর অঞ্জলি হোক বা বিজয়ার সিঁদুর খেলা, বঙ্গ তনয়ার অঙ্গে নানা রঙের শাড়ি না উঠলে উৎসবের রং ফিকেই থেকে যায়। বাঙালি নারীর পরনের শাড়ির আবেদন বছর বছর নতুন রূপে ধরা দিয়েছে। এই পুজোই বা পিছিয়ে পড়বে কেন? কিন্তু রকমারি সিল্ক থেকে ঢাকাই জামদানি— বিপুল সম্ভার থেকে নিজের জন্য কী করে বাছবেন মানানসই শাড়িটি?
পুজোর ক’দিন কলকাতা বৃষ্টিতে ভাসবে না শুকনোই থাকবে, তা নিয়ে প্রতি বছরই উদ্বেগ থাকে। বৃষ্টি যদি নাও হয়, হাওয়ায় ভ্যাপসা ভাব থাকেই। তাই সুতির শাড়ি এ ক্ষেত্রে সবচেয়ে উপযোগী নির্বাচন। বাঙালিদের তো আছেই নিজস্ব জামদানি। ছোট্ট টিপের সঙ্গে জামদানি শাড়ি— ছিমছাম সাজেও মাতিয়ে দিতে পারেন পুজো মণ্ডপ। সাদার উপর এক রঙের অথবা বিভিন্ন রঙের নকশাকরা ঢাকাইয়ের সঙ্গে পরতে পারেন রুপোর গয়না।