Durga Puja 2023: Durga Puja schedule of 2023 along with kalipuja and bhaifota dates dgtl
Durga Puja 2023
আর মাত্র ৩৪৯ দিনের অপেক্ষা! ফের পুজোর আনন্দে মেতে উঠবে গোটা দেশ
বাড়িতে নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার এলেই দুর্গাপুজোর তারিখ খোঁজার প্রবণতা আমাদের সকলের। তাই আগামী বছর পুজোর দিনক্ষণের খুঁটিনাটি নিয়ে হাজির আনন্দ উৎসবের এই প্রতিবেদন।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১৭:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
অতিমারি পরবর্তী সময়ে এই বছর আড়ম্বরের সঙ্গে দুর্গাপুজো উদযাপিত হল দেশ জুড়ে। এমনকি বিদেশেও এ বার দুর্গাপুজো হয়েছে ধুমধাম করেই। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত আপামর বাঙালি।
০২১২
আর তাই পুজো শেষ হতে না হতেই আবারও দিন গোনা শুরু। বাড়িতে নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার এলেই দুর্গাপুজোর তারিখ খোঁজার প্রবণতা আমাদের সকলের। তাই আগামী বছর পুজোর দিনক্ষণের খুঁটিনাটি নিয়ে হাজির আনন্দ উৎসবের এই প্রতিবেদন।
০৩১২
২০২৩-এ অক্টোবরের মাঝামাঝি শুরু শারদোৎসব। মহালয়া পড়েছে ১৪ অক্টোবর, শনিবার।
০৪১২
প্রায় এক সপ্তাহ পরে, ২০ অক্টোবর অর্থাৎ শুক্রবার মহাষষ্ঠী।
০৫১২
মহাসপ্তমী ২১ অক্টোবর, শনিবার।
০৬১২
ক্রমে মহাষ্টমী ২২ অক্টোবর, রবিবার।
০৭১২
২৩ অক্টোবর অর্থাৎ সোমবার মহানবমী।
০৮১২
মহাদশমী ২৪ অক্টোবর, মঙ্গলবার।
০৯১২
ঠিক চার দিন পরে, অর্থাৎ ২৮ অক্টোবর, কোজাগরী লক্ষ্মী পুজো।
১০১২
কালীপুজো ও আলোর উৎসব দীপাবলি পড়েছে রবিবার, ১২ নভেম্বর।
১১১২
মঙ্গলবার, ১৪ নভেম্বর ভ্রাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা।
১২১২
বছরভরের কর্মব্যস্ততার ফাঁকেই চলে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের অপেক্ষা। সারা বছরে এই চারটে দিনই যে আনন্দ-হুল্লোড়ের জোয়ারে ভেসে যাওয়ার পালা।