ওঁরা রাঁধেন, চুলও বাঁধেন। একা হাতে সামলানো সংসার সুখের হয় ওঁদেরই গুণে, শ্রীবৃদ্ধি হয় উপার্জনেরও। পর্দায় ওঁরাই সাক্ষাৎ মা লক্ষ্মী। পরিবারের সুখ-সমৃদ্ধির চাবিকাঠি যাঁর হাতে, সিনেমা, সিরিয়াল, সিরিজের সেই সর্বংসহা নায়িকারা তাই লক্ষ্মীরূপেই হাজির হন পর্দায়। ভরা লক্ষ্মীপুজোর মরসুমে দেখে নিন সেই লক্ষ্মীমন্ত কন্যেদের।